বিজেপি ও তৃণমূলের সেটিং : মীনাক্ষী মুখার্জী
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী : শনিবার বিভাজন রুখে দাও রুটি-রুজি বুঝে নাও, এই দাবিকে সামনে রেখে তেসরা ও চৌঠা মে ডিওয়াইএফআইয়ের পশ্চিম বর্ধমান জেলার চব্বিশ তম সম্মেলন কে সামনে রেখে, মঞ্চে প্রকাশ্য সমাবেশে, রাজ্যের বর্তমান পরিস্থিতি বেকারদের কর্মসংস্থান ও বন্ধ কলকারখানার হাল হকিকত নিয়ে নিজের ক্ষোভ ব্যক্ত করলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী। এদিন তিনি রানীগঞ্জের সিয়ারসোল রাজবাড়ী মোড়ে, ডি ওয়াই এফ আই এর রাজ্য নেতা ধ্রুবজ্যোতি সাহা, ভিক্টর আচার্য ও বৃন্দাবন দাস এর সঙ্গেই নিজের বক্তব্যে সরব হয়ে দাবি করলেন, মানুষজনের দাবি আদায়ের লড়াই কিভাবে করতে হয় বামপন্থীরা তা ভালোভাবেই জানেন।




তার দাবি বামপন্থীরা জানে লড়াই করতে গেলে শহীদ হতে হয়, কেস খেতে হয়, জেলে যেতে হয় তবুও লড়াই ময়দান ছাড়ে না বামপন্থীরা, কারণ মানুষের রুজি রুটির বিষয় কর্মসংস্থানের বিষয় কিভাবে আদায় করতে হয় তা বারংবার লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে আদায় করে বামপন্থীরা দেখিয়ে দিয়েছে। তার দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কিভাবে যুবসমাজকে পঙ্গু করা হচ্ছে, দিকে দিকে কিভাবে কর্মহারা হচ্ছে যুবসমাজ, তা একটার পর একটা, কলকারখানা বন্ধ হয়ে, কিভাবে কাজ হারাচ্ছে সাধারণ শ্রমিক সে সকল আজ সকলের সামনে স্পষ্ট। তাই বিজেপি ও তৃণমূলের যে সেটিং, সেই সেটিংকে একমাত্র চ্যালেঞ্জ জানাতে বামপন্থীরা লড়াই ময়দানে নেমে, নিজেদের দাবি আদায় করার লক্ষ্যে সর্বদাই সচেষ্ট রয়েছে, আগামীতেও থাকবে। এই দাবি করে নিজের কড়া মনোভাব সকলের সামনে তুলে ধরলেন মীনাক্ষী।