RANIGANJ-JAMURIA

রানীগঞ্জ থানার পক্ষ থেকে কৃতিদের সংবর্ধনা, ছাত্র-ছাত্রীদের সামনে অকপট ডিসিপি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী রানীগঞ্জ : পুলিশ কমিশনারেটের ডিসিপি এবার ছাত্রছাত্রীদের কাছে অকপটে স্বীকার করলেন,যে, পুলিশের ভুল থাকলে পুলিশ তা শুধরে নিতে পারছে, যা বর্তমানে সোশ্যাল মিডিয়া অগ্রগতি হওয়ার জন্যই সম্ভব। তার দাবি, পুলিশ প্রশাসন এখন অনেকটাই ভিসিবেল, ট্রান্সপারেন্ট। এই কথা জানিয়ে পুলিশ প্রশাসনের প্রফেশন কেউ আপন করে নেওয়ার আহ্বান জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস। শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পক্ষ থেকে, মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও সিবিএসসি পরীক্ষায় সফল শীর্ষস্থানে থাকা তিন জন করে মোট 12 জন পড়ুয়াদের সম্বর্ধনা দেওয়ার জন্য এক বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়।

যেখানে এদিন রানীগঞ্জ অঞ্চলের বিভিন্ন স্কুল গুলির মধ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরে যারা প্রথম তিনজন সফল হয়েছে, সেই সকল পড়ুয়াদের এদিন সম্বর্ধনা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। সেই সভাতেই এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল টু বিমান কুমার মৃধা, রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত কে সঙ্গে নিয়ে পড়ুয়াদের সাথে তাদের অভিভাবকদের সামনেই, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের বিষয়গুলিকে তুলে ধরতে গিয়ে এসিপি সেন্ট্রাল টু এর বক্তব্যের পর, ডিসিপি ধ্রুবদাস তার বক্তব্যের দাবি করলেন, ছাত্রছাত্রীরা বেশিরভাগই মেডিকেল লাইনে অথবা ইঞ্জিনিয়ারিং লাইনের দিকেই যেতে চায়, তবে অন্য সকল পড়ার বিষয়গুলিও এখন সামনে এসেছে, যার মধ্যে বিভিন্ন বিষয়ে রিসার্চ করার যেমন বিষয় লক্ষ্য করা গেছে, তেমনি পূর্বে আইএএস ও আইপিএস যেমন বিশেষ করে হিন্দি ভাষাভাষী ছাত্র-ছাত্রীদের কে করতে দেখা যেত, তাতে বর্তমানে বাঙালি ছাত্রছাত্রীরাও আগ্রহ প্রকাশ করছে, এই প্রফেশনে বর্তমানে অনেকটাই স্বচ্ছতা এসেছে বলেই দাবি তার।

এই বলে তিনি জানান পুলিশ কে সর্বদাই কঠিন হয়ে থাকতে হয়, এমনটা নয় মানসিকভাবে পুলিশ, বেশ কিছু ক্ষেত্রে শক্ত হয়ে থাকলেও, প্রায় প্রতিটি ক্ষেত্রেই পুলিশ প্রশাসনকে আইন মেনেই চলতে হয়। তাই পুলিশের কাজে যথেষ্টই ডিসিপ্লিন রয়েছে, এই প্রফেশনে এসে অনেকটা সমৃদ্ধ হওয়া যায় ছাত্রছাত্রীদের। এই প্রফেশনে যাওয়ার জন্য যাতে তারা এগিয়ে আসেন, তার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *