দুর্গাপুর মহকুমা হাসপাতালে পিপিপি মডেলে চালু অত্যাধুনিক সিটি স্ক্যান ইউনিট, উদ্বোধনে মন্ত্রী ও আড্ডার চেয়ারম্যান
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরিসেবা দেওয়ার পরিকাঠামোয় সংযুক্ত হলো আরো একটি নতুন পালক। রোগীদের উন্নত চিকিৎসা পরিসেবা দিতে সিটি স্ক্যান শুরু হলো এই মহকুমা হাসপাতালে। সিটি স্ক্যানের মত ব্যয়বহুল পরিষেবা এবার বিনামূল্যে পাওয়া যাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। রবিবার সকালে এই উপলক্ষে দুর্গাপুর মহকুমা হাসপাতালে হওয়া এক অনুষ্ঠানে ফিতে কেটে এই সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন করেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার । এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতাল রোগী কল্যান সমিতির তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, সুপার ডাঃ ধীমান মন্ডল সহ অন্যান্যরা ।




এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এবার থেকে দুর্গাপুর হাসপাতালের সাধারণ রোগী ও প্রসূতি বিভাগ মায়েদের চিকিৎসা করার ক্ষেত্রে কোন সমস্যা থাকলো না এই হাসপাতালে সিটি স্ক্যান চালু করা হলো। এরফলে সুবিধা হল হাসপাতালের নিজস্ব পরিসরের মধ্যেই এই ব্যবস্থা গড়ে উঠায়। চিকিৎসা পরিসেবা দ্রুত হবে। সেইসঙ্গে হাসপাতালের পরিকাঠামগত উন্নয়নও হল।
অন্যদিকে, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত বলেন, রাজ্যের অন্যতম সেরা মহকুমা সরকারি হাসপাতাল রূপে পরিগণিত হতে চলেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল। হাসপাতালে প্রসূতি বিভাগ ও শিশু বিভাগ ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে চলছে সিটি স্ক্যান পরিষেবা। এই নতুন ব্যবস্থা চালু হওয়ার পর একই ছাদের নিচে পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে চিকিৎসকদের সুবিধা হবে। তিনি আরো বলেন, রাজ্যের অন্যতম সেরা সরকারি মহকুমা হাসপাতাল রূপে পরিকাঠামো উন্নয়ন ঘটাতে দুর্গাপুর রোগী কল্যাণ সমিতি বদ্ধপরিকর।
প্রসঙ্গতঃ, রাজ্য সরকারের সহযোগিতায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুরক্ষা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকস সফলভাবে এই অত্যাধুনিক সিটি স্ক্যান ইউনিট চালু করা হলো। দুর্গাপুর এবং আশেপাশের এলাকার বাসিন্দা রোগীদের বিনামূল্যে উন্নত ডায়াগনস্টিক পরিসেবা দেওয়ার জন্য দুর্গাপুরে এই ধরণের প্রথম সুবিধাটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে চালু করা হয়েছে ।বলা হয়েছে, এই ইউনিটে .৭৫ সেকেন্ড ঘূর্ণন গতি, ৪২ কিলোওয়াট জেনারেটর এবং অতুলনীয় স্পেটাল রেজোলিউশন সহ একটি উচ্চমানের ৮০-স্লাইস সিটি স্ক্যানার রয়েছে। যা দ্রুত এবং আরও সুনির্দিষ্ট ডায়াগনস্টিক নিশ্চিত করে।