ASANSOL

আসানসোল রামকৃষ্ণ মিশনে একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু

অনুমোদন রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের রামকৃষ্ণ মিশন হাইস্কুলে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের অনুমোদিত একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠনের শুরু হলো। এই উপলক্ষে সোমবার আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম হাইস্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সৌমাত্বানন্দজী মহারাজ, রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দোপাধ্যায় ও শিক্ষা বিভাগের আধিকারিক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে আসানসোলের বাসিন্দারা দাবি করে আসছিলেন যরামকৃষ্ণ মিশন স্কুলে মাধ্যমিক পরীক্ষার পর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশুনা না হওয়ায় তাদের সন্তানদের মাধ্যমিকের পর অন্য স্কুলে ভর্তি হতে হয়। যার জন্য তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তারা রামকৃষ্ণ মিশন স্কুলেই একাদশ ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সোমবার থেকে তা শুরু হলো।

One thought on “আসানসোল রামকৃষ্ণ মিশনে একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু

  • Swapan Sen

    খুবই গুরুত্বপূর্ণ ও ভালো উদ্যোগ।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *