রানিগঞ্জে ডাম্পারের ধাক্কা মোটরবাইকে, মৃত ১, আহত ১
বেঙ্গল মিরর, রানিগঞ্জ ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* শ্রাদ্ধের নিমন্ত্রণ করতে বেরিয়ে মর্মান্তিক পথ দূর্ঘটনা। বেপরোয়া ডাম্পারের ধাক্কা মোটরবাইকে মৃত্যু হলো একজনের। আহত হয়েছেন আরো একজন। সোমবার বিকেলে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড়ের কাছে ১৯ নং জাতীয় সড়কে। বাঁকুড়ার মাজিটের বাসিন্দা মৃত ব্যক্তির নাম বাবলু পাল (৫০)। আহত রানিগঞ্জের বাসিন্দা মোটরবাইক চালকের নাম শিবপ্রসাদ খাঁ। পুলিশ সূত্রে জানা গেছে, আট দিন আগে রানিগঞ্জের খাঁ পরিবারের এক সদস্য মারা গেছেন। দুদিন পরে তার শ্রাদ্ধ। সোমবার বিকেলে তার নিমন্ত্রণ করতে মোটরবাইক করে বেরিয়েছিলেন দুই আত্মীয় শিবপ্রসাদ খাঁ ও বাবলু পাল।



রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড়ের কাছে ১৯ নং জাতীয় সড়কে পেছনের দিক থেকে একটি ডাম্পার তাদের মোটরবাইকে ধাক্কা মারে। তাতে শিবপ্রসাদ খাঁ ও বাবলু পাল মোটরবাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন। তখন বাবলু পালকে ডাম্পার চাপা দিয়ে চলে যায়। আহত হন শিবপ্রসাদ খাঁও। খবর পেয়ে পুলিশ এলাকায় আসে। দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে বাবলু পালকে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
আহত শিবপ্রসাদ খাঁকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্য ও আত্মীয় পরিজনেরা। শোকের ছায়া নেমে আসে এলাকায় ও পরিবারে। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে আসানসোল জেলা হাসপাতালে ঐ ব্যক্তির মৃতদেহর ময়নাতদন্ত করা হবে।