DURGAPURLatest

দূর্গাপুরে বিপুল পরিমানে গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, দুর্গাপুর, ২ ডিসেম্বরঃ বিপুল পরিমানে গাঁজা উদ্ধার করলো পশ্চিম বর্ধমান জেলার কোকওভেন থানার পুলিশ। গ্রেফতার করা হয় একজনকে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কোকওভেন থানা সুকুমার নগর এলাকা থেকে অভিজিৎ সরকার নামে এক ব্যক্তিকে ধরে কোকওভেন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত অভিজিৎ সরকার ওরফে ঝন্টু শ্যামপুরের ভাটা এলাকার বাসিন্দা।

गांजा के साथ झंटू


পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার উড়িষ্যা থেকে বাসে করে দুর্গাপুর ফেরে অভিজিৎ সরকার। তার সঙ্গে ছিল দুটি ট্রলি ব্যাগ। তাকে গ্রেফতার করে পুলিশ ট্রলি ব্যাগ দুটো নিয়ে নেয়। প্রায় ৩১ কিলো ৫০ গ্রামের মতো গাঁজা উদ্ধার হয় ঐ ব্যাগ দুটি থেকে। বাজেয়াপ্ত হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা। বৃহস্পতিবার ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতে চেয়ে আসানসোল আদালতে পাঠায় কোকওভেন থানার পুলিশ। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে ৭ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।

Leave a Reply