BARABANI-SALANPUR-CHITTARANJAN

রানিগঞ্জ টিডিবি কলেজের অধ্যাপক পার্সল কিস্কুকে হেনস্তা করার অভিযোগ, প্রতিবাদে সোচ্চার হয়ে পথে নামল আদিবাসী সংগঠনগুলি ও সামাজিক ন্যায় মঞ্চ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী : ছাত্র রাজনীতির নামে গুন্ডাগিরি করার অভিযোগ তুলে ও বহিরাগতদের সাথে নিয়ে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত নেতাদের নিয়ে রানিগঞ্জ টিডিবি কলেজের অধ্যাপক পার্সল কিস্কুকে হেনস্তা করা হয়েছে এই দাবি তুলে এবার প্রতিবাদে সোচ্চার হয়ে পথে নামল পশ্চিম বর্ধমান জেলার আদিবাসী সংগঠনগুলি ও সামাজিক ন্যায় মঞ্চ। প্রবল গ্রীষ্মের প্রখর রোদ উপেক্ষা করে, সোমবার রানিগঞ্জ স্টেশন থেকে ধামসা মাদল বাজিয়ে, প্লাকার্ড নিয়ে অধ্যাপক হেনস্তার ঘটনাকে ধিক্কার জানিয়ে বিশাল মিছিল হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন আদিবাসী নেতা ড. পুলিনবিহারী বাস্কি, আদিবাসী ডিসম গাওতার ভুবন মান্ডি, সীমা মান্ডি, বিনয় হঁসদা, সঞ্জয় হেমব্রম, মঙ্গল টুডু,বাইসি মাড্ডি, রেবু মুর্মু, মিলন টুডু, হিরণ্ময় হাঁসদা,কিশোর কোড়া প্রমুখ।


মিছিল থেকে আওয়াজ ওঠে, অধ্যাপক হেনস্তাকারীদের আড়াল করা হচ্ছে কেন রাজ্য প্রশাসন জবাব দাও। টিডিবি কলেজে ছাত্র রাজনীতির নামে বহিরাগত দুষ্কৃতীদের দাদাগিরি মানছি না, মানবো না। এদিনের মিছিল এন এস বি রোড ধরে তারবাংলা হয়ে রানিগঞ্জ থানায় সামনে পৌঁছে বিক্ষোভ দেখায়। মিছিলে অংশগ্রহণকারী কলেজ ছাত্রছাত্রীদের দাবি, কলেজে ছাত্রসংসদ নির্বাচন বন্ধ রেখে, কলেজকে এক শ্রেণীর দুষ্কৃতকারীরা মর্জিমাফিক পরিচালনা করছে।

তাদের দাবি অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই হুমকি দিচ্ছে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত নেতারা। অভিযোগ বহিরাগত দুষ্কৃতিদের আখড়ায় পরিণত হয়েছে কলেজ ক্যাম্পাস।এদিন বিক্ষোভ চলাকালীন ১২ জনের প্রতিনিধিদল রানিগঞ্জ থানায় ডেপুটেশন দেন।
বিক্ষোভকারীদের দাবি, গত সপ্তাহে শুক্রবার রানিগঞ্জ কলেজের টিচার্স কাউন্সিল মিটিংয়ের মাঝে, ছাত্র নেতা ঢুকে অধ্যাপকদের সাথে অভব্য আচরণ ও অধ্যাপকদের হুমকির ঘটনায় সমস্ত অধ্যাপকরা নিরাপত্তার দাবিতে কলেজেই বিক্ষোভ দেখায়। এরপরই বিক্ষোভের আঁচ সারা জেলায় ছড়িয়ে পড়ে। কিন্তু কলেজ প্রশাসনের পক্ষ থেকে অধ্যাপক নিগ্রহকারী ও বহিরাগতদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় নি বলে জানা যায়। এরপরে দাবি ওঠে, দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। এখন দেখার আগামীতে এই বিক্ষোভ কর্মসূচীর পর কি ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *