অনুব্রত মন্ডলকে গ্রেফতারের দাবিতে দুর্গাপুরে কংগ্রেসের সভা, কুশপুত্তলিকা দাহ
পুলিশ অফিসারের স্ত্রী ও মায়ের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পুলিশ অফিসারের স্ত্রী ও মায়ের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সরব হয়ে বীরভূমের তৃনমুল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে গ্রেফতারের দাবি করলো পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস। এই দাবিকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর উপস্থিতিতে সোমবার দুর্গাপুর পূর্ব বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল দুর্গাপুরের চণ্ডীদাস বাজার সংলগ্ন রোটারিতে। সেই সভায় জেল ফেরৎ অনুব্রত মণ্ডলের কুশপুতুল দাহ করার পাশাপাশি তাকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয় জেলার বিভিন্ন নেতৃত্ব।




সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা যুব কংগ্রেস সভাপতি শাহনাওয়াজ আহমেদ, জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী মেঘনা মান্না, দুর্গাপুর ১নং ব্লক কংগ্রেস সভাপতি রবিন গাঙ্গুলি, ৩ নং ব্লক কংগ্রেস সম্পাদক সুদীপ্ত কর্মকার, সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর গোপা মুখোপাধ্যায় , জেলা সোশ্যাল মিডিয়া চেয়াম্যান সুদর্শন চক্রবর্তী, ৩ নং ব্লক কংগ্রেস সভাপতি অশোক শাসমল, মহিলা নেত্রী সুমনা গুহ , বিশ্বরূপ ভট্টাচার্য, মিলন সিনহা , জয়দীপ বোস, সুকমল সাহা সহ আরো অনেকে।