বরাকরে তিন মাস ধরে পানীয়জলের সমস্যা, সমাধানের দাবিতে রাস্তা অবরোধ, বিক্ষোভ
বেঙ্গল মিরর, বরাকর, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের কুলটির বরাকর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। পানীয়জলের দাবিতে এই বিক্ষোভ দেখানো হয়।
আসানসোল পুরনিগমের কুলটি বিধানসভা বরাকরের ৬৯ নং ওয়ার্ডের দাস পাড়ার বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘ তিন মাস থেকে পানীয়জলের সঙ্কট রয়েছে। বার বার এলাকার বাসিন্দাদের তরফে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশান্ত মন্ডলকে জানানো হয়েছে। একইসাথে কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দারকেও জানানো হয়েছে এই সমস্যার কথা। কিন্তু, কেউই এই ব্যাপারে কোন উদ্যোগ নেয়নি।




পানীয়জলের সমস্যার সমাধান না হাওয়াতে এদিন সকাল ৭টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বরাকর দাস পাড়ার বাসিন্দারা।
বরাকর স্টেশন রোডে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের খবর পেয়ে কুলটি থানার বরাকর ফাঁড়ি পুলিশ এবং ট্রাফিক গার্ড পুলিশ এলাকায় পৌঁছায়। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাস পেয়ে প্রায় ঘন্টাখানেক পরে অবরোধ বিক্ষোভ তুলে নেন এলাকার বাসিন্দারা।