আসানসোলের কল্যাণপুরের ভাষামঞ্চে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং স্বনামধন্য ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালন
বেঙ্গল মিরর, আসানসোল : আজ আসানসোলের কল্যাণপুরের ভাষামঞ্চে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং স্বনামধন্য ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালন করা হলো। উক্ত অনুষ্ঠানে আসানসোলের স্বনামধন্য ডাক্তাররা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মলয় ঘটক, ডাক্তার ভাষা শহীদ স্মৃতি রক্ষা সমিতির কার্যকরী সভাপতি ডাঃ অরুণাভ সেনগুপ্ত, সম্পাদক ও সমাজকর্মী চন্দ্রশেখর কুন্ডু, পরিবেশ কর্মী ও লেখিকা শ্রীমতি জয়া মিত্র, ডাঃ দীপ্তশ্রী সেন, ডাঃ অতনু ভদ্র, ডাঃ পি সি মাজি, ডাঃ অশোক চ্যাটার্জি, ডাঃ জ্যোতি প্রকাশ সিনহা, ডাঃ পার্থ প্রতিম দাস , ডাঃ উত্তম রায় সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।




উক্ত অনুষ্ঠানে ভাষামঞ্চে বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করা হয় এবং মাননীয় মন্ত্রীর উদ্যোগে বৃক্ষরোপণের মাধ্যমে ভাষামঞ্চে স্থায়ী আচ্ছাদন নির্মাণের কাজ শুরু করা হয়। মাননীয় মন্ত্রী বিধানচন্দ্র রায়ের স্মৃতিচারণ করেন। সংগঠনের সম্পাদক চন্দ্রশেখর কুন্ডু বলেন, “গত বছর থেকে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি। এবং এই অনুষ্ঠানে আসানসোলের বহু মানুষ উপস্থিত ছিলেন, বহু গুণী মানুষ উপস্থিত ছিলেন এবং আজকে বহু ডাক্তার এই অনুষ্ঠানে সারা দিয়ে এসেছেন। আমাদের সম্মানিত করতে পেরে আমরা নিজেরা ধন্য মনে করছি।”