PANDESWAR-ANDAL

কাজ শেষ হওয়ার পরও খনির নিচে কর্মীদের আটকে রাখার অভিযোগ ম্যানেজারের বিরুদ্ধে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, অন্ডাল :- সোমবার গভীর রাতে অন্ডালের সিদুলি কোরিয়ার এর খনি কর্মীদের কাজ শেষ হওয়ার পরও খনির নিচের দীর্ঘক্ষন আটকে রাখার অভিযোগ উঠল কোলিয়ারির ম্যানেজারের বিরুদ্ধে। কলিয়ারী সূত্রে জানা যায় কোলিয়ারির হলেজ ব্রেক ডাউন থাকার কারণে খনি কর্মীদের দীর্ঘক্ষন খনির নিচে থাকতে হয়। অস্বাস্থ্যকর পরিবেশের নিরাপত্তা হীনতার মধ্যে খনির নিচে দীর্ঘক্ষন আটকে থাকার কারণে খনি কর্মীরা বিক্ষোভে সামিল হন।

কলিয়ারীতে কর্মরত খনি কর্মীদের দাবি, খনির নিচে নেই নিরাপত্তার নিশ্চয়তা, পাশাপাশি খনির নিচের বিভিন্ন জায়গায় প্রচন্ড গরম এবং রয়েছে অক্সিজেনের অভাব, এ অবস্থায় কলেজ ব্রেক ডাউন হওয়ার কারণে দীর্ঘক্ষণ খনি কর্মীদের খনির নিচে আটকে রাখলে যে কোন সময় বড় বিপদ ঘটতে পারে। কোলিয়ারীর হলেজ ব্রেক ডাউন হওয়ার কারণে খনি কর্মীদের খনির নিচে থেকে ওপরে ওঠানো যাবে না, কি খবর শোনা মাত্রই খনির নিচে থাকা শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন।

খনি কর্মী প্রণব রায় ও রাজারাম পাশওয়ান রাজা রাম পাশওয়ান রা জানান, সোমবার নির্দিষ্ট সময়ে খনির কাজ শুরু হয়েছিল রাত্রি সাড়ে দশটা নাগাদ হলিয়ারির হলে ব্রেক ডাউন হওয়ার কারণে খনি কর্মীদের ফোনের নিচ থেকে ওপরে উঠে যাওয়ার জন্য কোলিয়ার খনির নিচে থাকা কয়েকজন আধিকারিক জানান, কিন্তু ক্ষণিক কর্মীদের অভিযোগ ওপরে ওঠার জন্য ডুলির কাছে এলেই তাদের জানানো হয় ম্যানেজারের নির্দেশ কাউকে ওপরে ওঠানো যাবেনা যতক্ষণ না কাজ শেষ হচ্ছে সবাইকে নিচেই থাকতে হবে বলে অভিযোগ।

এই অবস্থায় রাগে ক্ষোভে ফেটে পড়েন খনি কর্মীরা। তাদের দাবি খনির নিচে উপযুক্ত নিরাপত্তা এবং সঠিক অক্সিজেনের ব্যবস্থা খনি কর্তৃপক্ষ করে না অথচ জোর করে তাদের খনির নিচে থাকতে বলা হয়। ফোনি কর্মীদের দাবি খনির নিচে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করলে ক্ষণিক কর্মীরা নিশ্চিন্তে খনির ভেতর তাদের কাজ করতে পারবেন। এই অবস্থায় রাত্রি একটা নাগাদ খনি কর্মীদের খনির নিচ থেকে তোলা হয় বলে সূত্র মারফত জানা যায় ।যদিও এই বিষয়ে যার বিরুদ্ধে ওঠা অভিযোগ সংশ্লিষ্ট কোলিয়ারির ম্যানেজার ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *