ASANSOL

আসানসোল শিল্পাঞ্চল জুড়ে ” ডক্টরস্ ডে ” পালন

আসানসোল ইএসআই হাসপাতালে ” জাতীয় চিকিৎসক দিবস” পালন, বৃক্ষরোপন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোলের সেনরেল রোডে আসানসোল ইএসআই হাসপাতালের কলেজ অফ নার্সিং অডিটোরিয়ামে মঙ্গলবার দুপুরে “জাতীয় চিকিৎসক দিবস ২০২৫” উদযাপন করা হয়। এদিন এরপরে এক অনুষ্ঠানে হাসপাতাল ক্যাম্পাসে “বৃক্ষরোপণ কর্মসূচি” অনুষ্ঠিত হয়। আসানসোল ইএসআই হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ অতনু ভদ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডাঃ সুব্রত ঘোষাল সংগীত পরিবেশন ও ডাঃ গরিমা কবিতা পাঠ করেন।এদিনের অনুষ্ঠানে ইএসআই হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মীরা উপস্থিত ছিলেন।

আইএমএর আসানসোল শাখায় সিনিয়র চিকিৎসকদের সম্বর্ধনা

আসানসোলের সেনরেল রোডে ইন্ডিয়ান মেডিক্যাল এ্যাসোসিয়েশন বা আইএমএর আসানসোল শাখায় মঙ্গলবার যথাযথ মর্যাদার সঙ্গে বাংলার রুপকার প্রয়াত মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন ও ” ডক্টরস্ দে বা চিকিৎসক দিবস ” পালন করা হয়। এদিন প্রথমে শাখা কার্যালয়ে আইএমএর পতাকা উত্তোলন করা হয়। এরপরে কার্যালয়ে ডাঃ বিধান চন্দ্র রায়ের ছবিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান শাখা সম্পাদক ডাঃ রুহুল আমিন, সভাপতি ডাঃ মানস বন্দোপাধ্যায়, স্টেট কাউন্সিল মেম্বার ডাঃ প্রভাষ চন্দ্র মাজি, কোষাধ্যক্ষ ডাঃ সত্রাজিৎ রায়, ডাঃ বীরেশ্বর মন্ডল, আসানসোল পুরনিগমের কাউন্সিলর শ্রাবণী মন্ডল সহ অন্যান্যরা। এর পাশাপাশি এদিন সন্ধ্যায় আইএমএর কার্যালয়ে এক অনুষ্ঠানে ডক্টরস্ ডে উপলক্ষে সিনিয়র ২১ জন চিকিৎসককে আইএমএর আসানসোল শাখার তরফে সম্বর্ধনা দেওয়া হয়। আইএমএর তরফে বলা হয়েছে, যে সব চিকিৎসকের বয়স ৭২ বছর ও যারা চিকিৎসা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন, এমন ২১ জন চিকিৎসককে সম্মান জানানো হচ্ছে। এছাড়াও কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়।

যথাযথ মর্যাদার সঙ্গে আসানসোল পুরনিগমে পালিত ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন

বাংলার রুপকার প্রয়াত মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন উপলক্ষে মঙ্গলবার আসানসোল পুরনিগমের আলোচনা হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, পুর কমিশনার রাজু মিশ্র ছাড়াও আসানসোল পুরনিগমের স্বাস্থ্য বিভাগের আধিকারিক এবং পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য বিভাগের ডেপুটি সিএমওএইচ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে এসকেএমআইএস ওয়েব পোর্টালের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের সাথে যুক্ত কর্মীদের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছিল। এই অনুষ্ঠানে বিধান উপাধ্যায় বলেন, এইদিনটা বাংলার রুপকার ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন । ডাঃ বিধান চন্দ্র রায়ের সমগ্র জীবন আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। আমাদের সকলেরই তাঁর কাছ থেকে শেখা উচিত যে আমরা যে পদেই থাকি না কেন, কিভাবে মানুষের সেবা করতে হয়। ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন, এইদিনটা আমাদের সকলের জন্য এই শপথ নেওয়ার দিন যে আমরা দেশ ও সমাজের জন্য আমাদের জীবন উৎসর্গ করব।

প্রোগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি

অন্যদিকেআজ জাতীয় চিকিৎসক দিবসে, প্রোগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপিত হয়।সকালে আসানসোল জেলা হাসপাতালের শিশু বিভাগে পি,এইচ,এ এর সদস্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা ফলের প্যাকেট বিতরণ করেন। দুপুরে ডাঃ বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতি তে মাল্য দান ও পুষ্পর্ঘ্য প্রদান করেন।আলোচনা সভা হয়। সেখানে বক্তব্য রাখেন ডাঃ গৌতম মণ্ডল, ডাঃ উত্তম রায়, ডাঃ সৌরভ চট্টোপাধ্যায়, ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায়,সি,এম,ও,এইচ ডাঃ এস,এম,ইউনুস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *