বিদ্যুৎ, জল সরবরাহের দাবিতে বিক্ষোভ
বেঙ্গল মিরর।সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : পর্যাপ্ত বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহের দাবিতে বিক্ষোভ দেখালো খনি আবাসিকদের একাংশ । বৃহস্পতিবার কুমারডিহি “এ” কোলিয়ারির ঘটনা । পরে কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ উঠে ।পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহি “এ” কোলিয়ারির ওসিপি কলোনি এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার সকালে পর্যাপ্ত পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ দেখায় কোলিয়ারিতে । প্রায় ঘন্টা দুয়েক পর কর্তৃপক্ষের আশ্বাসে উঠে বিক্ষোভ ।




বিক্ষোভকারী চন্দ্রশেখর কর্মকার, দেবাশীষ বাউরি রা জানান ওসিপি কলোনিতে ইসিএলের প্রায় ৩০০ টি আবাসন রয়েছে । সেই সব আবাসন গুলিতে খনি কর্মীরা পরিবার নিয়ে থাকে । দিনের অধিকাংশ সময়ে আবাসনে বিদ্যুৎ থাকে না । লো ভোল্টেজের সমস্যা রয়েছে । এছাড়া পর্যাপ্ত পানীয় জল পাওয়া যায় না বলে অভিযোগ করেন তারা ।
কলোনির বাসিন্দা তথা নবগ্রাম পঞ্চায়েতের ১২২ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য রাহুল কুমার সিং (বান্টি) বলেন আবাসিকদের সমস্যার কথা কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি । সেই কারণেই এদিন বিক্ষোভ দেখান তারা । ঘন্টা দুয়েক পর কর্তৃপক্ষের আশ্বাসে এদিন বিক্ষোভ ওঠে যায় । তবে সমস্যার স্থায়ী সমাধান না হলে প্রয়োজনে কোলিয়ারির উৎপাদন বন্ধ করা হবে বলেও জানান রাহুল বাবু ।