বার্নপুরে বেহাল রাস্তার মেরামতের কাজের উদ্বোধনে মেয়র, পুরনিগম ব্যয় করবে ৩৮ লক্ষ টাকা
বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়, বার্নপুর : বার্নপুরে বেহাল রাস্তার মেরামতের কাজের উদ্বোধনে মেয়র বিধান উপাধ্যায় বৃহস্পতিবার বার্নপুরের শ্যামবাঁধ এলাকায় একটি রাস্তার মেরামতের কাজের নারকেল ফাটিয়ে উদ্বোধন করেন। দীর্ঘদিন ধরে এই রাস্তার অবস্থা খারাপ ছিল। স্থানীয় মানুষেরা বারবার এই রাস্তা মেরামতের জন্য অনুরোধ করছিলেন। কয়েকদিন আগেও স্থানীয় মানুষেরা রাস্তা মেরামতের দাবিতে অবরোধ করেছিলেন। এদিন থেকে এই রাস্তার মেরামতের কাজ শুরু হলো। এই অনুষ্ঠানে মেয়র বিধান উপাধ্যায় ছাড়াও ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি, কাউন্সিলর অশোক রুদ্র, কাহাকাশা রিয়াজ খুশি, গুরমিত সিং সহ স্থানীয় মানুষেরা উপস্থিত ছিলেন।




তবে, এদিন মেয়র যখন এই কাজের উদ্বোধন করেন, তখন সেখানে ছিলেন স্থানীয় বাসিন্দা বিজেপি নেতা পবন সিং। তিনি বলেন, এই রাস্তা খুবই খারাপ ছিলো। আমি তারজন্য এলাকার বাসিন্দাদের নিয়ে গত বছর রাস্তা অবরোধ করেছিলাম। শেষ পর্যন্ত দেরী করে হলেও, রাস্তা মেরামতের কাজ শুরু হতে চলেছে। এরজন্য আসানসোল পুরনিগম ও মেয়রকে ধন্যবাদ।
এই প্রসঙ্গে বিধান উপাধ্যায় বলেন, এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিলো । এই এলাকার মানুষেরা বারবার পুরনিগমের কাছে এই রাস্তাটি মেরামত করার জন্য অনুরোধ করছিল। তাই পঞ্চম ফাইনান্স থেকে ৩৮ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি করা হবে। যাতে মানুষেরা ভালো করে যাতায়াতের সুবিধা পেতে পারে। তিনি আরো বলেন, ধীরে ধীরে আসানসোল পুরনিগম এলাকার সমস্ত খারাপ রাস্তা মেরামত করা হবে। কিছু রাস্তা নির্মাণের জন্য টেন্ডারও করা হয়েছে। আসানসোল পুরনিগম কতৃপক্ষ এই বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে ও কাজ করছে।