RANIGANJ-JAMURIA

শ্যামসেল এন্ড পাওয়ার লিমিটেড কারখানার শ্রমিকের দেহ রেখে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পতলুকের শ্যামসেল এন্ড পাওয়ার লিমিটেড কারখানার ভেতরে আবাসন এলাকায় রবিবার রাত্রে বছর 26 এর বাঁকুড়া জেলার ছাতনা থানা এলাকার ভবনের বাসিন্দা শ্রীকান্ত মন্ডল নামের এক কারখানা শ্রমিকে মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে সেই শ্রমিকের দেহ ময়নাতদন্তের পর, কারখানা গেটে ফেলে রেখে ওই মৃতের পরিজন, ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে বিক্ষোভে সামিল হয়েছেন।

বিক্ষোভকারীদের দাবি ওই ব্যক্তির মৃত্যুর ঘটনার বিষয় জানতে পেরেও কারখানা কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর পরিজনদের দেয়নি, উল্টে তারা স্থানীয় কোন হাসপাতালে না পাঠিয়ে তাকে কেন, আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় বলেই অভিযোগ তুলে, বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এদিনের এই বিক্ষোভে রানীগঞ্জ এলাকার স্থানীয় তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বদের সাথেই, বাঁকুড়ার তৃণমূল সংগঠনের নেত্রী স্থানীয়রা এসে এই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছেন। এদিনের এই ঘটনার বিষয় জানতে পেরে ঘটনাস্থলে এসে হাজির হয়েছেন রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। যেকোনো রূপ উত্তেজনাময় পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছেন তারা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ কোন মত না দেওয়ায় থমকে রয়েছে পরিস্থিতি।

Leave a Reply