ASANSOL-BURNPUR

ইস্কো আধুনিকীকরণের কাজে স্থানীয় যুবকদের নিয়োগের দাবিপত্র দেওয়া হলো কেন্দ্রীয় স্টিল মন্ত্রীকে

বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের বার্নপুরের ৭৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্র শনিবার সকালে বার্নপুরে স্টেশন রোডে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার আধুনিকীকরণের কাজ চলছে। আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে পশ্চিম বর্ধমান জেলার যোগ্য বেকার যুবকদের এখানে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হোক। কিন্তু দেখা যাচ্ছে যে বাইরের রাজ্যের যুবকদের এখানে নিয়োগ করা হচ্ছে।

যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে এই দাবিটি ইস্কোর অনুমোদিত ট্রেড ইউনিয়নও উত্থাপন করেছিলো। কংগ্রেসও এই দাবিতে ‘হাল্লা বোল’ কর্মসূচি পালন করেছে। যখন তারা বলছে যে এটি একটি অরাজনৈতিক আন্দোলন, তাহলে কেন সকলে একত্রিত হয়ে প্রতিবাদ করছে না? তখন অশোক রুদ্র বলেন যে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কোনও অনুমোদিত ট্রেড ইউনিয়ন ইস্কোতে নেই। কংগ্রেসের আছে। এখন কংগ্রেসকে জবাব দিতে হবে কেন তারা গত ৩০ বছর ধরে এখানকার শ্রমিকদের স্বার্থ নিয়ে চুপ ছিল।

তিনি আরো বলেন, এটি কেবল মাত্র ইস্কোর বিষয় নয়। জামুরিয়া ও রানিগঞ্জে যেখানেই শিল্প স্থাপন করা হচ্ছে, সেখানেই স্থানীয় বেকার যুবকদের বঞ্চিত করা হচ্ছে। কোথা থেকে লোক আনা হচ্ছে এবং নিয়োগ দেওয়া হচ্ছে তা ঈশ্বর জানেন। লড়াইটা এর বিরুদ্ধে। তিনি স্পষ্টভাবে বলেছেন যে, আমরা চাই স্থানীয় যুবকরা এই আধুনিকীকরণ থেকে উপকৃত হোক। আর এর জন্য আন্দোলন করা হচ্ছে।
তিনি আরো বলেন, ইতিমধ্যেই আসানসোল পুরনিগমের তরফে মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান ও কাউন্সিলারদের সাক্ষরিত একটি দাবিপত্র কেন্দ্রীয় স্টিল মন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

এদিনের সাংবাদিক সম্মেলনে অশোক রুদ্র ছাড়াও উপস্থিত ছিলেন চৈতন্য মাজি (বোরো চেয়ারম্যান),রবিলাল টুডু (বোরো চেয়ারম্যান), শিবানন্দ বউরি (বোরো চেয়ারম্যান), কাউন্সিলর কাহকাশা রিয়াজ খুশি, গুরমিত সিং,কাঞ্চন মুখোপাধ্যায়, তরুণ চক্রবর্তী, শ্রাবণী বিশ্বাস, সীমা মন্ডল, সন্ধ্যা দাস ও মিনা কুমারী হাঁসদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *