সমাজ মাধ্যমে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের ঝামেলায় গ্রেপ্তার তিন, উদ্ধার আগ্নেয়াস্ত্র
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : সমাজ মাধ্যমে কমেন্ট করা নিয়ে ঝামেলায় জড়ায় দুপক্ষ । মারপিটের সময় এক কিশোর আগ্নেয়াস্ত্র বের করে বলে অভিযোগ । ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে তিন জনকে । উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র । ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ।কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা ক্রমশ বাড়ছে । বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলায় জড়াচ্ছে অল্প বয়সী কিশোররা । বিষয়টি সমাজের পক্ষে উদ্বেগজনক বলে মত ওয়াকিবহাল মহলের । শুক্রবার রাতে এরকমই একটি ঘটনা ঘটে অন্ডাল থানার উখড়া ফাঁড়ি এলাকায় । ঘটনার সূত্রপাত সমাজ মাধ্যমে কমেন্ট করা নিয়ে । অভিযুক্তদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে । তারা একে অপরের পরিচিত বলে জানা যায় ।




এক কিশোর সমাজ মাধ্যমে একটি পোস্ট করে । সেই পোস্টে অন্য এক যুবক কমেন্ট করে আর সেই কমেন্ট করা নিয়ে দুই কিশোরের মধ্যে ঝামেলার সূত্রপাত ঘটে । শুক্রবার রাতে বিষয়টি নিয়ে দুই কিশোর মুখোমুখি হয় অন্ডাল থানার উখরা থেকে আমলৌকা যাওয়ার রাস্তায় এরোসিটি রোডে । সেখানে দুই কিশোরের কয়েকজন বন্ধুও উপস্থিত ছিল । কমেন্ট করা নিয়ে আলোচনা চলার সময় দুপক্ষের মধ্যে বচসা বাধে, কিছুক্ষণের মধ্যেই শুরু হয় মারামারি ।
এই সময় এক কিশোর আগ্নেয়াস্ত্র বের করে বলে অভিযোগ । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাই উখরা ফাঁড়ির পুলিশ । বিকাশ কুমার কুর্মি, বলরাম কুমার চৌহান ও শুভম কুমার মাহাতো নামে তিন কিশোরকে গ্রেফতার করা হয় । তাদের কাছ থেকে এক রাউন্ড কার্তুসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ । ধৃত বিকাশ কুর্মি পাণ্ডবেশ্বর থানার ৭/৯ পিট ছোড়ার বাসিন্দা । অন্য দুজন দুর্গাপুর ফরিদপুর থানার ওল্ড ঝাঁঝরা কলোনির বলে জানা যায় । ধৃতদের আজ প্রেস করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে । এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ।