২১ শে জুলাই ধর্মতলা চলো”র সমর্থনে আসানসোলে তৃনমুল কংগ্রেসের মিছিল, প্রাথমিক শিক্ষক সমিতির প্রস্তুতি সভা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বিগত বছরগুলোর মতো এই বছরেও আগামী ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশের বিভিন্ন জেলায় মিছিল ও জনসভা করে যোগদানের আবেদন করে তৃনমুল কংগ্রেসের তরফে প্রচার চালানো হচ্ছে।
সেই রকম ভাবেই শনিবার বিকালে আসানসোল শহরের জিটি রোডের রাহালেন মোড় থেকে এক মিছিল বার করা হয়। সেই মিছিল গীর্জা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান তথা জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ও দিব্যেন্দু ভগত, বোরো চেয়ারম্যান অনিমেষ দাস সহ বিভিন্ন কাউন্সিলর ও কর্মী সমর্থকেরা।




আসানসোলে জেলা তৃনমুল কার্যালয়ে প্রাথমিক শিক্ষক সমিতির প্রস্তুতি সভা

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আসানসোলের জিটি রোডের রাহালেন মোড় সংলগ্ন তৃনমুল কংগ্রেসের জেলা কার্যালয়ে ২১শে জুলাই শহীদ স্মরণে “ধর্মতলা চলো” কর্মসূচি সফল করার লক্ষ্যে শুক্রবার এক প্রস্তুতি সভা হয়। সমিতির পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার সার্কল বা চক্রগুলি নিয়ে এই প্রস্তুতি সভা করা হয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন রানিগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল উত্তর বিধান সভা ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , সমিতির জেলা সভানেত্রী দেবারতি সিনহা, জেলা তৃণমূল কংগ্রেসের কোষাধক্ষ্য অধীর গুপ্ত ওরফে বাবুয়া সহ শতাধিক শিক্ষক ও শিক্ষিকা।
এই প্রসঙ্গে, জেলা সভানেত্রী দেবারতি সিনহা বলেন, ২১শে জুলাই তৃনমুল কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকদের কাছে একটা আবেগ। সেই ২১ শে জুলাই ধর্মতলার সমাবেশকে সফল করতে শিক্ষক ও শিক্ষিকারা নিজেদের মতো করে প্রচার করছেন। এদিন আসানসোল সার্কেলের সভা হয়েছে। শনিবার দুর্গাপুরে সমিতির জেলা কমিটির দুর্গাপুর সার্কেলের সভা হয়।