আসানসোলে জেলা বিজেপি কার্যালয়ে ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির উন্মোচন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ডাঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি রবিবার আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের শীতলা এলাকায় বিজেপি বা ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে উদ্বোধন করা হয়। এক অনুষ্ঠানে এই মূর্তির উন্মোচন করেন আসানসোল জেলা সাংগঠনিক সভাপতি দেবতনু ভট্টাচার্য। কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার সহ এই জেলার সমস্ত বিজেপি নেতা-কর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




এই অনুষ্ঠানে তার বক্তব্য রাখতে গিয়ে দেবতনু ভট্টাচার্য বলেন, ডাঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি চাননি যে দেশে দুই ধরণের পতাকা এবং দুই ধরণের সংবিধান থাকুক। তিনি এক পতাকা, এক সংবিধানের স্লোগান তুলে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
আজ আবারও দেশের ঐক্য ও অখণ্ডতা বিপদের মুখে। এমন পরিস্থিতিতে আবারও ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে ধরে রাখার প্রয়োজন। আসন্ন ২০২৬ সালের বাংলা বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে তিনি বলেন যে, আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসী যেভাবে বাংলা এবং এই জেলায় বিজেপির ভিত্তি শক্তিশালী হচ্ছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি আসনেই বিজেপি প্রার্থীরা জয়লাভ করবেন।