ASANSOL

আসানসোলে ৯ জুলাইয়ের ধর্মঘটের সমর্থনে বামপন্থী সংগঠনের পথসভা

বেঙ্গল মিরর, আসানসোল,রাজা বন্দোপাধ্যায়ঃ* নতুন শ্রমবিধি বাতিল, সরকারি শিল্পের বেসরকারীকরণ বন্ধ, চুক্তি কর্মীদের স্থায়ী করা এবং আদিবাসীদের তাদের জায়গা থেকে সরিয়ে নেওয়ার বিরুদ্ধে আগামী ৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন বামপন্থী সংগঠন। এর সমর্থনে রবিবার আসানসোলের বিএনআর মোড়ে এক পথসভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন শৈলেন ভট্টাচার্য, সুদীপ্তা পাল, গৌতম মন্ডল, মানিক সমাদ্দার, স্বপন দাস, দুগাই মুর্মু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপেন্দ্র রাওয়াত, স্বপন পাড়িয়া, হৃদয় অধিকারী, বিপ্লব মুখোপাধ্যায়। বক্তারা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর জীবনকে আরও কঠিন করে তোলার অভিযোগ করেন। তারা বলেন, কিছু কর্পোরেট হাউস জল, জমি, খনিজ ও প্রাকৃতিক সম্পদ লুটপাট করছে। এর বিরুদ্ধে ৯ জুলাই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান তারা। এদিনের এই সভা পরিচালনা করেন সুমন কল্যাণ মৌলিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *