BARABANI-SALANPUR-CHITTARANJAN

অবৈধ কাঠমিলে হানা, বিপুল পরিমাণে কাঠ বাজেয়াপ্ত

বেঙ্গল মিরর, আসানসোল ও বারাবনি, রাজা বন্দোপাধ্যায়, মনোজ শর্মা ও কাজল মিত্রঃ আসানসোল উত্তর থানার বারাবনি ব্লকের নুনি গ্রাম পঞ্চায়েতের লালগঞ্জের আসনবনি মোড়ে একটি শ’ বা কাঠমিলে হানা দিলো বন দফতরের আধিকারিকরা। যে সব কাঠ মিলে মজুত করে রাখা ছিলো, তার কোন নথি দেখাতে পারেনি মিল কতৃপক্ষ। তাই , সেই মিলের যন্ত্রাংশ সিল করে দেয় বন দফতর। এর পাশাপাশি অবৈধ কাঠমিল থেকে প্রায় কয়েক লক্ষ টাকার কাঠ উদ্ধার করা হয়। উদ্ধার হও‌য়া সেই কাঠ বাজেয়াপ্ত করে রুপনারায়নপুরে বন দপ্তরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বনদফতরের আধিকারিক। বন দপ্তর সূত্রে এও জানা গেছে, কাঠমিলটি অবৈধভাবে চালানো হচ্ছিলো। এই অভিযান বুধবার বিকেল থেকে চালানো হয়।


বন দপ্তরের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) অনুপম খাঁ বলেন, এই কাঠ গোলা বা মিলটির কোনও সরকারি অনুমতি ছিলোনা। এটি অবৈধ বা বেআইনি ভাবে চলছিলো। মালিককে একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি তা আমলে দেননি। যে কারণে বন দপ্তর কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এই অভিযানে সরিষাতলি ও গৌরাণ্ডি বিট অফিসারদের পাশাপাশি রেঞ্জ অফিসার এবং বনকর্মীরা উপস্থিত ছিলেন। এই অভিযানে বিপুল পরিমাণে অবৈধ কাঠ বাজেয়াপ্ত করা হয়। এই অভিযান প্রসঙ্গে কিছু মন্তব্য করেনি বিট অফিসারা থেকে বন কর্মীরা।
এ ব্যাপারে পানুরিয়া বন দপ্তরের পানুরিয়ার বিট অফিসার মনোরঞ্জন মাহাতোর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি কোন কথা বলতে চাননি।
এই প্রসঙ্গে নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তেওয়ারি বলেন, পঞ্চায়েত থেকে বর্তমানে কোন অনুমতি এই কাঠগোলার জন্য দেওয়া হয়নি। তবে পূর্বে যদি কোন অনুমতি দেওয়া থাকে তা, তার জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *