মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু এক শ্রমিকের গুরুতর আহত একাধিক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েত এখানকার মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানার এক প্ল্যান্ট এর ছাউনি ভেঙে এক কর্মীর মৃত্যু ও দুইজন কর্মী গুরুতর আহত হয়েছেন।এই ঘটনায় কারখানা চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে ।ঘটনার পর ছুটে আসে সালানপুর থানা ও রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।খবর সূত্রে জানাগেছে জানা গেছে মৃত ব্যক্তি সঞ্জয় মন্ডল বিহার এর গয়ার বাসিন্দা। আহতদের মধ্যে একজনের পা কেটে গেছে বলে জানা গেছে তাদেরকে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছেন।




জানা যাচ্ছে যে এই এম এস পি এল কারখানার একটি ভাঁটির কাছে দু’নম্বর শেড বৃষ্টির মধ্যে হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই অবস্থায় কর্মরত শ্রমিকরা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে দেন। এই ঘটনার পর কারখানার শ্রমিকরা গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা অভিযোগ করেন যে কারখানায় কোন সেফটি বলে কিছু নেই যে কোন সময় যে কোন ঘটনা ঘটে যেতেই পারে । তুমি কি করে নিজেদের জীবন বাজি রেখে এখানে কাজ করেন।
সেফটি অফিসার কে সেফটি বিষয়ে জানানো হলেও তারা কোন কিছু ব্যবস্থা নিতে চান না । কারখানার এক কর্মী জানান যেভাবে এই সেড টি ভেঙে পড়েছে তাতে বোঝাই যাচ্ছে ঠিকমত ভাবে সেডটি তৈরি করা হয়নি। একেবারেই ৩০ ফুট উচ্চতার একটি সেড পড়ে যায়।যার ফলে এই ঘটনা ঘটেছে । ঘটনার পর এসিপি জাবেদ হুসেন সালানপুর থানার আইসি আমিত হাটি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন।যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি