ASANSOL-BURNPURSPORTS

জাপানে এশিয়া প্যাসিফিক আফ্রিকা পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় স্বর্ণপদক বার্নপুর সেল আইএসপি অফিসার কুন্তল দাসের

বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ বার্নপুর সেল আইএসপি বা ইস্কো স্টিল প্ল্যান্টের অফিসার অ্যাথলিট কুন্তল দাস আন্তর্জাতিক পাওয়ার লিফটিং (বেঞ্চ প্রেস) প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করে দেশ ও রাজ্যের মুখ উজ্জ্বল করলেন। জাপানের হিমেজিতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক আফ্রিকা পাওয়ার লিফটিং (বেঞ্চ প্রেস) প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করে কুন্তল দাস স্বর্ণপদক জিতেছেন। কুন্তল দাস বার্নপুর সেল আইএসপি বা ইস্কো স্টিল প্ল্যান্টের কোক ওভেন বিভাগে এজিএম বা এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত। ৬ জুলাই থেকে জাপানের হিমেজিতে শুরু হয়েছে এশিয়া প্যাসিফিক আফ্রিকা পাওয়ার লিফটিং (বেঞ্চ প্রেস) প্রতিযোগিতায়।

১৪ জুলাই এই প্রতিযোগিতা শেষ হবে। কুন্তল দাস এই প্রতিযোগিতায় এম১ ১২০ কিলোগ্রামের বেশি ক্যাটাগরির পাওয়ার লিফটিং (বেঞ্চ প্রেস) প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করেন। তিনি প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতেছেন। এশিয়া, আফ্রিকা এবং এশিয়া প্যাসিফিক মহাদেশের মোট ২২টি দেশের খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। কুন্তল দাস তার কৃতিত্বে আনন্দ প্রকাশ করে বলেন আমি এই প্রতিযোগিতায় ভালো পারফর্ম করার জন্য গত দু মাস ধরে কঠোর পরিশ্রম করে আসছি। এর আগে, তিনি ১৭ থেকে ২৪ মে নরওয়েতে অনুষ্ঠিত বিশ্ব পাওয়ার লিফটিং (বেঞ্চ প্রেস) প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে ৮ম স্থান অর্জন করেছিলেন।

শুধু তাই নয়, তিনি গত বছর ১৪ থেকে ১৮ অক্টোবর গোয়ায় অনুষ্ঠিত জাতীয় পাওয়ার লিফটিং (বেঞ্চ প্রেস) চ্যাম্পিয়নশিপের মাস্টার ক্লাসিক বিভাগে রৌপ্য পদক জিতেছেন। তিনি জানিয়েছেন, আমি নিজের খরচে পাওয়ার লিফটিং (বেঞ্চ প্রেস) প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। কিন্তু কোম্পানির কাছ থেকে কোনও আর্থিক সহায়তা পাই না। যে কারণে ভবিষ্যতে এই ধরনের প্রতিযোগিতার প্রস্তুতি ও অংশগ্রহণ করা কঠিন হবে। তার ১৩ জুলাই রবিবার বার্নপুরে ফিরে আসার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *