প্রকাশ্য রাস্তায় উত্ত্যক্ত করার অভিযোগ, সাহসিকতার পরিচয় দিয়ে প্রতিবাদী দুই যুবতী আটকালো চারচাকা গাড়ি, ধৃত ৬
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ ভরসন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় স্কুটি চালক এক যুবতী ও তার সঙ্গীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠলো একটি চারচাকা গাড়ির চালক সহ ৬ জনের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বরাকর স্টেশন রোডে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুই যুবতী সাহসিকতার পরিচয় দিয়ে ঐ চারচাকা গাড়িটিকে আটকায়। পরে, ঐ ৬ জনকেই বরাকর ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে।
ঘটনা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কুলটি থানার বরাকর স্টেশন রোড দিয়ে স্কুটিতে করে দুই যুবতী যাচ্ছিলো। সেই সময় একটি চারচাকা গাড়ি স্কুটির পেছনে পেছনে আসছিলো। অভিযোগ, গাড়িতে থাকা ছয় জন বারবার হর্ন বাজাতে থাকে ঐ স্কুটির পেছনে এসে। এছাড়াও, গাড়িতে থাকা যুবকেরা অশালীন কথা ও আপত্তিকর অঙ্গভঙ্গি করার পাশাপাশি অশোচনীয় আচরণ করে যুবতীদেরকে উত্ত্যক্ত করতে থাকে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুই যুবতী তাদের স্কুটি গাড়ির সামনে দাঁড় করিয়ে প্রতিবাদ জানান।




স্বাভাবিক ভাবেই তাদের চিৎকারে ঘটনা ভিড় জমে যায়। আশপাশের লোকেরা ছুটে আসেন। তারা দুই যুবতীর কাছ থেকে সমস্ত ঘটনা শুনে তারা ঐ চারচাকা গাড়ির চাবি খুলে যুবতীদের হাতে তুলে দেন। পরে যুবতীরা গাড়ির চাবি কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশের কাছে দেন। পাশাপাশি তারা অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরে সেই অভিযোগের ভিত্তিতে ৬ অভিযুক্ত যুবককে শনিবার রাতেই গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে ।
এই প্রসঙ্গে, এক যুবতী বলেন, আমরা স্কুটি করে বরাকর স্টেশন রোড দিয়ে যাচ্ছিলাম। সেই সময় পেছনের দিক থেকে একটা চারচাকা গাড়ি বারবার হর্ণ বাজিয়ে বিরক্ত করছিলো। আমরা একেবারে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম। তাও ঐ গাড়িতে থাকা ছজন আমাদেরকে উত্ত্যক্ত করছিলো। আমরা তার প্রতিবাদ করি। তাতে ঐ যুবকেরা আমাদেরকে গালিগালাজ করতে করতে ওভারটেক করে এগিয়ে যায়। যুবতী আরো বলেন, আমরা তখন ঐ গাড়ির সামনে যাওয়ার চেষ্টা করি। কিন্তু ঐ চারচাকা গাড়ি আমাদের স্কুটিতে ধাক্কা মারার চেষ্টা করে। তখন আমরা কোনমতে বাঁচিয়ে কোনমতে গাড়ির সামনে স্কুটি দাঁড় করিয়ে দিয়ে, এগিয়ে আসি। আমরা এরপর গাড়ির চাবি নেওয়ার চেষ্টা করি। তখন তারা গাড়ির কাঁচ উঠিয়ে দিয়ে, আমাদের টানতে থাকে। সেই সময় আশপাশের লোকেরা চলে আসেন। তাদের মধ্যে একজন গাড়ির চাবি নিয়ে আমাদেরকে দেয়। তখন আমরা সেই চাবি বরাকর ফাঁড়ির পুলিশকে দিয়ে, ঐ ছ’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি। পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে ৬ যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।