আসানসোল দক্ষিণ টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১ জুলাই শহিদ দিবসের সভার সমর্থনে র্যালি
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আগামী ২১ জুলাই শহিদ দিবসের সভাকে সফল করার লক্ষ্যে আসানসোল দক্ষিণ টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার সন্ধ্যায় ব্লক সভাপতি অনূপ কুমার মাঝির নেতৃত্বে বার্নপুরের ত্রিবেণী মোড় থেকে একটি র্যালির আয়োজন করা হয়। এই র্যালিতে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। র্যালির সময় তৃণমূল কর্মী ও সমর্থকরা কলকাতায় আয়োজিত ২১ জুলাইয়ের সভাকে সফল করতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানানোর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে স্লোগান দেন।র্যালিটি ত্রিবেণী মোড় থেকে শুরু হয়ে স্টেশন রোড, বাড়ি ময়দান, হিরাপুর থানা সহ বিভিন্ন ল এলাকা পরিক্রমা করে বার্নপুর বাস স্ট্যান্ডের কাছে এসে শেষ হয়।




সেখানে একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় বক্তৃতা রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের জন্য রক্তে লেখা একটি দিন। সমগ্র দেশে এমন কোনো রাজনৈতিক দল নেই যারা শহিদ কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে এত বৃহৎ পরিসরে সভার আয়োজন করে। তিনি আরও বলেন, কেন্দ্রের বিজেপি সরকার জনহিতকর প্রকল্পের তহবিল বন্ধ করলেও জনগণের ভালোবাসা ও আস্থার জোরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন।
তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৯৫টি প্রকল্প চালাচ্ছে। যার সুবিধা সমাজের সর্বস্তরের মানুষ পাচ্ছেন। তিনি নানা বিষয়ে বিজেপি এবং বামেদের তীব্র কটাক্ষ করেন।সভা থেকে তিনি কলকাতায় আগামী ২১ জুলাই শহিদ দিবসের সভাকে সফল করতে বিপুল সংখ্যায় অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান জানান। এই সভায় তৃণমূল ব্লক সভাপতি অনূপ কুমার মাঝি সহনবিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা, যুব, আইএনটিটিইউসির নেতারা উপস্থিত ছিলেন।