কিশোরী খুনের ঘটনা, নমুনা সংগ্রহ পুলিশ কমিশনারেটের ফরেনসিক দলের
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির নিয়ামতপুর প্রিয়া কলোনি লাইনপার এলাকায় এক কিশোরী খুনের ঘটনার তদন্তে মঙ্গলবার নমুনা সংগ্রহ করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ফরেনসিক দল ( আরএফএসএল)। প্রসঙ্গতঃ, গত সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় নিয়ামতপুরের প্রিয়া কলোনির লাইনপারের বাসিন্দা বছর ১৯ র মনিকা মণ্ডল।




মঙ্গলবার সন্ধ্যার প্রেমিক শুভম বাউরির বাড়ির পাশে কুয়ো থেকে ঐ কিশোরীর পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। মৃত কিশোরীর চটি শুভমের বাড়ির সামনে থেকে উদ্ধার হয়। বুধবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে কিশোরীর মৃতদেহর ময়নাতদন্ত হয়। এরপর মৃতার পরিবারের তরফে নিয়ামতপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে বলা হয় যে, শুভম ও তার ভাই কিশোরীকে খুন করেছে।
মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে তরফে নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির পুলিশ শুভম বাউরি এবং তার ভাই রোহন বাউরিকে গ্রেফতার করে। পরে তাদেরকে আসানসোল জেলা আদালতে পেশ করে ৭দিনের পুলিশ হেপাজতে নেয় পুলিশ ।মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে আসে ফরেনসিক দল। তাদের সঙ্গে ছিলো কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। ফরেনসিক দলের সদস্যরা ঐ এলাকার একটি পরিত্যক্ত কুয়ো সহ পুরো ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে।এই প্রসঙ্গে, পুলিশের এক আধিকারিক বলেন, মৃতার পরিবারের তরফে করা অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে হেফাজতে নিয়ে জেরা করে আসল ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এদিন ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে।