BARABANI-SALANPUR-CHITTARANJAN

হিন্দুস্থান কেবলস পুনর্বাসন সমিতির নতুন পরিচালন কমিটি গঠিত

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- হিন্দুস্থান কেবলস পুনর্বাসন সমিতির বাৎসরিক সম্মেলন ও নতুন পরিচালন কমিটি গঠিত হয়।যেখানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সিং, সম্পাদক সুভাষ মহাজন, চেয়ারম্যান সহ আরো অনেকে ৷ এদিনের সম্মেলন শেষে ভোলা সিং জানিয়েছেন, এই পুনর্বাসন সমিতির পক্ষ থেকে এলাকায় একটি বৃদ্ধাশ্রম চালানো হয় ৷ এছাড়াও কেবলস এর স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের প্রতি কেন্দ্রের সরকারের যে বঞ্চনা তার বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাচ্ছে ৷ আগামী দিনেও এই সমিতি মানুষের সহযোগিতায় কাজ করে যাবে ৷ একই সাথে স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে আগামীদিনে আরো বেশি উন্নয়ণ মুলক কাজ করা হবে ৷


পূনর্বাসন কমিটির সাধারণ সম্পাদক সুভাষ মহাজন জানান আমাদের সমিতির যে কমিটি ছিল সেই কমিটির আজ বাৎসরিক সভার আয়োজন করা হয় যেখানে নতুন করে কিকি কাজ করা হয়েছে বা আরো কি করা হবে সেই বিষয়ে পর্যালোচনা করা হয় ।এবং নতুন ভাবে সকলের মতামত অনুযায়ী আগের কমিটিকে রাখা হয় যেখানে চেয়ারম্যান রয়েছেন মুকুল উপাধ্যায় ,সভাপতি রয়েছেন ভোলা সিং তথা বিজয় সিং ,আরো পাঁচজন যুগ্ম সভাপতি রয়েছে সম্পাদক হিসেবে আমার নাম ঘোষনা করা হয়েছে ও পাঁচজন সহসম্পাদক রয়েছে।অমর টুডু কে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে ।একই সাথে 30 জনের একজিউকিউটিভ মেম্বার রয়েছে ।

তাছড়া কমিটির তরফে কোরোনা কাল থেকে কয়েকজন অসহায় বৃদ্ধ বৃদ্ধা দের নিয়ে একটি বৃদ্ধাশ্রম চালু করা হয় ।সেখানে এখনো 12 থেকে 15 জন বৃদ্ধ বৃদ্ধা রয়েছে তাদের সেখানে সযত্নে রাখা হয়েছে ।একই সাথে অসংগঠিত শ্রমিক ও হিন্দুস্থান কেবলস এর যেসকল শ্রমিক রয়েছে যাদের বকেয়া টাকা রয়েছে তাদের জন্যে আমাদের সমিতির তরফে লড়াই চলছে ।কেন্দ্রীয় সরকার এইসকল শ্রমিকদের পিএফ বা মেচুরিটি টাকা আটকে রেখেছে সেই টাকা যত তাড়াতাড়ি এরা পেয়ে যায় সেই চেষ্টা করা হচ্ছেন ।পুনর্বাসন সমিতির তরফে অসহায় মানুষদের বাসস্থানের বাবস্থা করা হয়েছে ।

Leave a Reply