আসানসোলে তিন বিধানসভার বিএলওদের নিয়ে বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। এর জন্য নির্বাচন কমিশনের নির্দেশ মতো পশ্চিম বর্ধমান জেলা ও আসানসোল মহকুমা প্রশাসনের তরফে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে।শুক্রবার আসানসোলের রবীন্দ্র ভবনে আসানসোল মহকুমার তিনটি বিধানসভা আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ ও কুলটি বিধানসভার বিএলও বা বুথ লেভেল অফিসারদের নিয়ে একটি বৈঠক ও ট্রেনিং হয়। এই বৈঠক তিনটি বিধানসভার ৫০০ এর মতো বিএলও উপস্থিত ছিলেন। আসানসোল উত্তর বিধানসভার এআরও তথা আসানসোলের মহকুমাশাসক ( সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আরো দুই বিধানসভার এআরও ও জেলার নির্বাচনী দপ্তরের আধিকারিক অনুজ চক্রবর্তী উপস্থিত ছিলেন।




এদিনের এই বৈঠক নির্বাচন কমিশনের কিছু নতুন নিয়ম এবং পরিবর্তন সম্পর্কে তাদের অবহিত করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, একজন বিএলও তার নিজের এলাকা অথবা তার কর্মস্থলের আশেপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন। এর বাইরেও বিএলওদের আরও অনেক বিষয় জানানো হয়।এই প্রসঙ্গে অনুজ চক্রবর্তী বলেন, নির্বাচন কমিশন বিএলও নিয়োগ করা নিয়ে নিয়ম পরিবর্তন করেছে। তাই অনেক নতুন বিএলও হয়েছেন। তাদেরকে ভোটার তালিকা নিয়ে কি কাজ করতে হবে, তা বলা হয়েছে।