BARABANI-SALANPUR-CHITTARANJAN

অবৈধ কয়লার বিরূদ্ধে পুলিশের অভিযান

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- অবৈধ কয়লা নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অভিযান নিয়মিত চলছে। কুলটি থানা এবং চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ নিয়মিত এই অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে কয়লা আটক করছে। সেই একই চিত্র দেখা গেল শনিবার।


শনিবার সকালে কুলটি থানার পুলিশ বিসিএলের দামাগড়িয়া কয়লাখনির বড়িরা এলাকায় অভিযান চালায়। এবং এই অভিযানে আনুমানিক ৫ টন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। সমগ্র পরিমান কয়লা কুলটি থানাতে নিয়ে আসা হয়। পাশাপাশি আরেকটি অভিযানে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ৩ টি অবৈধ কয়লা বোঝাই সাইকেল, দুটি কয়লা বোঝাই মোটরসাইকেল বাজেয়াপ্ত করে। আনুমানিক ৩ টন কয়লা আটক হয়েছে।
পুলিশ দাবি করেছে বেআইনি কয়লার রাশ টেনে ধরতেই এমন অভিযান বারবার চালানো হচ্ছে।

Read also : প্রেমে প্রত্যাখ্যান, বোমা চালাল প্রেমিক, আহত 4 জন

read also : RANIGANJ: অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার চানক থেকে

Leave a Reply