DURGAPUR

তৃণমূল কংগ্রেসের মিছিল ও সভায় সায়নী ঘোষন, নরেন্দ্র মোদির সফরকে কটাক্ষ, ২০২৬ এ আবারও ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল মিরর, পানাগড়, রাজা বন্দোপাধ্যায়ঃ* ২১ জুলাই শহীদ দিবসের সমর্থনে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে মিছিল ও সভা করে তৃনমুল কংগ্রেস। সেই মিছিল ও সভায় যোগ দেন তৃণমূলের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ। এদিন পানাগড়ের দার্জিলিং মোড় থেকে গুরুদ্বোয়ারা পর্যন্ত মিছিল হয়। মিছিল শেষে গুরুদ্বোয়ারার সামনে একটি সভা হয়। এদিন মিছিল ও সভায় সায়নী ঘোষ ছাড়াও রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, ভি শিবদাসান দাসু, অভিজিৎ ঘটক ,হরেরাম সিং পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা ও কাঁকসা ব্লক নেতৃত্ব। এদিনের এই মিছিলে কয়েক হাজার কর্মী ও সমর্থক যোগ দেন।

মিছিল শেষে সভায় সায়নী ঘোষ বলেন, দুর্গাপুরে প্রধানমন্ত্রী আসছেন তাকে স্বাগত। তবে মানুষের কষ্টের টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। উনি ২০২৬ সালের নির্বাচন অবধি বাংলায় থেকে যান। কারণ ভোট আসলেই তো ডেলি প্যাসেঞ্জার শুরু হয়ে যাবে বিজেপি নেতাদের। তৃণমূল কংগ্রেস ময়দানে আছে। আমরা সব সময় প্রস্তুত। ২০২৬ এর নির্বাচনে আবার খেলা হবে। বিজেপি কর্মীরা ২০২৬ এর নির্বাচন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসা ঘিরে আশায় যতই বুক বাঁধুক, তৃণমূল কংগ্রেস রাজ্যে আসবে ক্ষমতায় আসবে। তবে তারা শুধু জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বাংলার মানুষ রয়েছেন । বাংলার মানুষের হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রয়েছে।

তবে দুর্গাপুরে প্রধানমন্ত্রী আসছেন। বাংলার মানুষ শুনতে চান হিন্দু-মুসলিম, ভারত -পাকিস্তান, এসব ছেড়ে হয়তো উন্নয়নের কথা বলবেন। কটা চাকরি হয়েছে, সেই কথা বলবেন।উন্নয়নের কথা বলবেন। কটা চাকরি হয়েছে, সেই কথা বলবেন, কটা স্কুল কলেজ, কটা হাসপাতাল হয়েছে সেই কথা বলবেন। কিন্তু তিনি তা না করে শুধু ধর্মের বিভাজন করে ভাষণ মেরে চলে যাবেন। বাংলাকে বঞ্চিত করে বাঙালি ও বাংলা ভাষাকে দিনের পর দিন অপমান করে কোন মুখ নিয়ে বাংলার মানুষের কাছে প্রধানমন্ত্রী আসছেন সেটাই আশ্চর্যের বিষয়। তবে নরেন্দ্র মোদী যতই বাংলায় ঘনঘন আসুক না কেন, না পেট্রোলের দাম কমবে, না ডিজেলের দাম কমবে। ছবিটা সেই একই থাকবে।

এদিনের সভায় দলে কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে সায়নী ঘোষ বলেন, বিজেপি শুধু ধর্মের বিভাজন করে। কিন্তু আমরা সব মানুষদের সঙ্গে নিয়ে চলও। বিজেপির উদ্দেশ্যে সায়নী ঘোষ হুঁশিয়ারি, পানাগড়ে যে মিছিল ও সভা হলো, এটা শুধু ট্রেলার। গোটা পিকচার হবে ২১শে জুলাইয়ের সভায়। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন আপনি শুধু মনকি বাত করেন। দিদি ( মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) শুধু কাম কি বাত করেন। এটাই হলো তফাৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *