DURGAPUR

দুর্গাপুরের দুটি আবাসনে দুঃসাহসিক চুরিতে চাঞ্চল্য, তালা ভেঙে লুঠ নগদ ও গয়না, সিসিটিভির ফুটেজ দেখে তদন্তে পুলিশ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Durgapur News Today ) কেউ না থাকার সুযোগ নিয়ে দুটি আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। চুরি হয়েছে নগদ টাকা সহ সোনার গয়না। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তিনজনকে চুরি করে পাঁচিল টপকে পালাতে। সোনা, রুপো গয়না ও নগদ টাকার সাথে জুতো নিয়ে চম্পট দিয়ে।ছে চোরেরা এমনই চুরির ঘটনা ঘটলো দুর্গাপুরের কালীগঞ্জের খ্রিস্টান পল্লী এলাকার অম্বিকা সিটিতে। এই চুরির ঘটনায় প্রকাশ্যে এসেছে সিসিটিভির ফুটেজ। একটি আবাসনের মালিক বিপ্লব আঙ্কুরি থাকেন মুম্বাইয়ে। আরেকটি আবাসনের মালিক হলেন প্রদীপ বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে ঐ এলাকার অন্য আবাসিকরা দেখতে পান দুটি আবাসনের কলাপসিবল গেটের তালা ভাঙা। তারা ভেতরে ঢুকে দেখেন ঘরের মধ্যে সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। গোটা ঘটনা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন অন্য আবাসিকরা এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনজনকে। যারা আবাসন ঢুকছে ও চুরি করে বেরিয়ে পালাচ্ছে। নগদ সোনা ও রুপোর গয়না মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি গেছে বলে জানা গেছে।


একটি আবাসনের মালিক বিপ্লব আঙ্কুরির দাদা প্রভাত আঙ্কুরি বলেন, আমি সিটি সেন্টারে থাকি। ভাই মুম্বাইয়ে থাকায় আমি মাঝেমধ্যে এসে দেখে যাই, সব ঠিক আছে কিনা। একটু বাইরে যাবো বলে, এদিন ভাইয়ের আবাসনের খোঁজ নিতে এসে দেখি, এই অবস্থা। কলাপসিবল গেট ও দরজার তালা ভাঙা। ভেতরে থাকা সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। আলমারি ভেঙে সবকিছু লুঠ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ এসেছিলো।
এই এলাকার বাসিন্দা পলাশ দত্ত বলেন, এখানকার কোন নিরাপত্তা নেই। সীমানা প্রাচীর ছোট। ভালো করে কাঁটাতার পযর্ন্ত লাগানো নেই। বিল্ডারকে বারবার বলার পরেও, কিছু হচ্ছে না। যে কারণেই একসাথে দুটি আবাসনে চুরির ঘটনা ঘটলো। আমরা খুবই আতঙ্কিত। খবর পেয়ে পুলিশ এসেছিলো।
এদিকে, পুলিশ জানায়, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়েছে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *