হেলথওয়ার্ল্ড হাসপাতাল আসানসোল : রোবোটিক সার্জারির মাধ্যমে পূর্ব ভারতে স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ হেলথওয়ার্ল্ড হাসপাতাল, আসানসোল স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছে। আসানসোলের এই হাসপাতালটি মাত্র ছয় মাসে এক হাজারেরও বেশি রোবোটিক সার্জারি সফলভাবে সম্পন্ন করে পূর্ব ভারতের স্বাস্থ্য পরিষেবার দৃশ্যপটকে বদলে দিয়েছে।




হেলথওয়ার্ল্ড গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) বা পরিচালক ডাঃ অরুণাংশু গাঙ্গুলী জানিয়েছেন, কলকাতার পরে আসানসোল এখন পূর্ব ভারতের প্রথম এবং একমাত্র রোবোটিক সার্জারি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই অত্যাধুনিক সুবিধা সর্বাধুনিক সার্জিকাল রোবোটিক্স প্রযুক্তিতে সজ্জিত। যা রোগীদের জন্য নিরাপদ, দ্রুত এবং আরও নির্ভুল সার্জারি নিশ্চিত করে। ডাঃ গাঙ্গুলী আরো বলেন, আমাদের স্বপ্ন হল দুর্গাপুর-আসানসোল অঞ্চলকে একটি বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে রূপান্তরিত করা।

আমাদের মিশন হলো, ” এই অঞ্চলের মানুষকে মহানগরের মতো উন্নত চিকিৎসা সুবিধা প্রদান করা। তাও সর্বনিম্ন খরচে “।রোবোটিক সার্জারি প্রযুক্তি হলো ন্যূনতম অপারেটিভ পদ্ধতি। যা কম রক্তক্ষরণ ও দ্রুত সুস্থ হওয়ার জন্য পরিচিত। এই প্রযুক্তি স্ত্রীরোগ, মূত্রতন্ত্র এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সার্জারির মতো বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ ফলাফল দিচ্ছে। ডাঃ গাঙ্গুলী জানান, রোবোটিক সহায়তাপ্রাপ্ত পদ্ধতিতে প্রশিক্ষিত অভিজ্ঞ সার্জনদের একটি দল, কলকাতার মতো মহানগরে ভ্রমণ না করেই স্থানীয় স্তরে বিশ্বমানের সার্জিকাল ব্যবস্থাকে সহজলভ্য করেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের আরো দাবি, যখন আসানসোলে সেরা সুবিধা পাওয়া যায়, তখন কলকাতা, দুর্গাপুর বা রানিগঞ্জে যাওয়ার কি প্রয়োজন?” এই নতুন প্রযুক্তি থেকে ঝাড়খণ্ড এবং বিহারের শতাধিক রোগী উপকৃত হচ্ছেন। রোবোটিক সার্জারি ইউনিটের ক্রমবর্ধমান চাহিদা এর সাফল্যের প্রমাণ, যা রোগীদের দ্রুত সুস্থ জীবনের দিকে নিয়ে যাচ্ছে। ডাঃ গাঙ্গুলী বলেন, হেলথওয়ার্ল্ড হাসপাতালের লক্ষ্য হল প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে রোগীদের যত্নকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। এই অর্জন কেবল আসানসোল নয়, সমগ্র পূর্ব ভারতের জন্য স্বাস্থ্য পরিষেবায় একটি নতুন যুগের সূচনা করছে।