ASANSOL

আসানসোল পুরনিগম এলাকায় তৈরি হবে ৯৩টি ইউপিএইচসি, জমি ও পরিকাঠামো নিয়ে বৈঠক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগম বা এএমসি এলাকায় আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা ইউপিএইচসি তৈরির জন্য জমি চিহ্নিতকরণ এবং পরিকাঠামোগত অগ্রগতি সংক্রান্ত একটি বৈঠক আসানসোলের মহকুমাশাসক বা এসডিও (সদর) অফিসের কনফারেন্স হলে হয়। মহকুমাশাসক ( সদর) বিশ্বজিৎ ভট্টাচার্যের উপস্থিতিতে হওয়া এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস , এসডিএলএলআরও, এসিএমওএইচ, এএমসি বা আসানসোল পুরনিগম এবং মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট বা এমইডির আধিকারিকরা উপস্থিত ছিলেন।


প্রসঙ্গতঃ, আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ড আছে। ১৫ হাজার জনসংখ্যার ভিত্তিতে একটি করে ইউপিএইচসি বা আরবান প্রাইমারি হেল্থ সেন্টার বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে। সেই হিসেবে আসানসোল পুরনিগম এলাকায় মোট ৯৩ টি এই সেন্টার তৈরি করা হবে। এই স্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ করছে এমইডি। একটি স্বাস্থ্য কেন্দ্র তৈরিতে জমির প্রয়োজন আড়াই কাঠার মতো। ব্যয় হবে আনুমানিক ৩৫ লক্ষ টাকা।


এই প্রসঙ্গে মহকুমাশাসক (সদর) বলেন, ৯৩ টির মধ্যে ৫৫ টি তৈরি হয়েছে। এই ৫৫ টির মধ্যে প্রায় অনেকগুলি ফাংশনিং বা পরিসেবা দেওয়ার কাজ করছে। বাকিগুলিতে দ্রুত কাজ শুরু হয়ে যাবে। পরিকাঠামো তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে আছে। বাকি ৩৮ টির মধ্যে ৬ টি তৈরির জন্য জমি পাওয়া গেছে। আরো ৩২ টি তৈরির জমি কিভাবে পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি আরো বলেন, এই স্বাস্থ্য কেন্দ্রগুলি কোন জায়গায় করা হবে, তার একটা পরিকল্পনা করা হয়েছে। যেমন আসানসোলের রেলপার ও মহিশীলা গ্রাম রয়েছে। এছাড়াও রয়েছে কুলটির বরাকর এলাকা। ইতিমধ্যেই এই নিয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের উপস্থিতিতে দুটি বৈঠক করা হয়েছে। এদিনের বৈঠকে সংশ্লিষ্ট সব দপ্তরের আধিকারিকদের নিয়ে আলোচনা করে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথায় কোথায় জমি পাওয়া যেতে পারে, তার খোঁজ এসডিএলএলআরওকে করতে বলা হয়েছে। প্রয়োজনে ওয়ার্ড কাউন্সিলারদেরকেও বলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *