ASANSOL-BURNPUR

বার্নপুরে পিএইচইর পাইপলাইনে বিপর্যয়, বেআইনি বালি তোলাকে দায়ী করে শাসকদলকে দুষলেন বিজেপি নেতৃত্ব

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের বার্নপুরের কালাঝরিয়ায় দামোদর নদীতে বুধবার দুপুরে পিএইচই পাইপলাইন ভেঙে পড়ে। এর ফলে আসানসোল শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পানীয়জলের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।বৃহস্পতিবার সকালে এই বিষয়ে বিজেপি আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের শীতলা এলাকায় বিজেপির জেলা কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সাংবাদিকদের সাথে কথা বলেন।

গোটা বিষয়ে বিজেপি জেলা সভাপতি বলেন, বুধবার কালাঝরিয়ায় যে দুর্ঘটনা ঘটেছে তার একমাত্র কারণ হল দামোদর নদী থেকে অবৈধ এবং অবৈজ্ঞানিকভাবে বালি উত্তোলন। তিনি এর জন্য শাসক দলের নেতাদের দায়ী করে বলেন, তাদের সরাসরি সাহায্যের কারণেই এটি ঘটছে এবং গতকালের ঘটনা তারই ফল। তিনি বলেন, এখন সাধারণ মানুষকে তৃণমূল নেতাদের এই লোভের মূল্য দিতে হবে। তাদের পানীয়জলের জন্য সমস্যায় পড়তে হবে।

অগ্নিমিত্রা পাল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, এখন তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি সমার্থক হয়ে উঠেছে। তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, আগামী দিনে মানুষ তৃণমূল কংগ্রেসকে চোরের সমার্থক হিসেবে ডাকবে। রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, অবৈধ বালি পাচারের অভিযোগে পুলিশ কিছু ট্রাক্টর চালককে গ্রেফতার করেছে। এটা খুবই হাস্যকর ব্যাপার। কারণ হলো এই ট্রাক্টর চালকরা কিছু টাকার জন্য এই কাজ করেন। ঠিক যেমন অবৈধ কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করতে যাওয়া লোকেরা মারা যায়। আসল অপরাধী তারা নয়। আসল অপরাধী তারা যারা এই বেআইনি কাজ করে। আসল অপরাধী হল সেই নেতারা, যাদের সমর্থনে এই অবৈধ ব্যবসা চলছে। তাদেরকে গ্রেফতার করার সাহস নেই। এদিন তারা বলেন, শুক্রবার আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কার্যালয়ে এই বিষয়ে বিজেপি আন্দোলন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *