বার্নপুরে দামোদরে ভেঙে পড়া পিএইচইর পাইপলাইন মেরামতের কাজ শুরু, সমস্যা মেটাতে ট্যাঙ্কার করে পানীয়জল সরবরাহ
বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরের কালাঝরিয়ায় দামোদর নদীতে পিএইচই বা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পাইপলাইন যাওয়ার লোহার স্ট্রাকচারাল ব্রিজ বুধবার দুপুরে ভেঙে পড়ে। যার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে পিএইচইর পাইপলাইন। এই পাইপলাইনের সাহায্যে যেসব জায়গায় পানীয়জল সরবরাহ করা হয়, এমন সব এলাকায় সমস্যা তৈরী হয়েছে। বিঘ্ন ঘটেছে স্বাভাবিক পানীয়জল সরবরাহে। কবে এই সরবরাহ স্বাভাবিক হবে, তা পিএইচইর ইঞ্জিনিয়াররা নির্দিষ্ট করে বলতে পারেননি। তবে বৃহস্পতিবার সকাল থেকে ঐ ব্রিজটির সামনের অংশ ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে। শুরু হয়েছে মেরামতের কাজ। এদিন সকালে ঐ এলাকায় যান আসানসোল পুরনিগমের ৯৪ নং ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ ওরাং।




এই প্রসঙ্গে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন যে সমস্যা দেখা দিয়েছে, বুধবারের ঘটনা ঘটার পরে এটা স্পষ্ট যে, সেখান থেকে যেসব এলাকায় পানীয়জল সরবরাহ করা হয় সেখানে কিছু সমস্যা হবে। তবে ঐসব জায়গায় ট্যাঙ্কার পাঠিয়ে জল সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে ভারতীয় জনতা পার্টি অভিযোগ করেছে যে বালির অবৈধ খননের কারণে এই ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে ওয়াসিমুল হক বলেন, বিজেপি যেকোনো কিছু বলতে পারে। বিজেপির প্রথমে তাদের নিজস্ব বিষয়গুলি খতিয়ে দেখা উচিত। বিজেপি কয়লা পাচারের অভিযোগ করে। অথচ কয়লা পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সংস্থা সিআইএসএফের উপর। কিন্তু তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। টিএমসিকে দোষ দিচ্ছে।
এই বিষয়ে কালাঝরিয়ায় পিএইচইর কর্মী সুবর্ণ মির্ধা বলেন, এই পাইপলাইন থেকে রানিগঞ্জের সিয়ারসোল ট্যাঙ্কে পাঠানো হতো। স্বাভাবিক ভাবেই সেই পাইপলাইন ভেঙে পড়ায় তার উপর এর বিরূপ প্রভাব পড়বে। কারণ এখান থেকে জল সরবরাহ করা হত। তবে, বিকল্প একটা ব্যবস্থা থেকে জল তুলে সরবরাহ করা হচ্ছে। তবে, ভেঙে পড়া পাইপলাইন মেরামতের কাজ কখন শেষ করা সম্ভব হবে, তা জানতে চাইলে তিনি এই বিষয়ে কোন মন্তব্য করেননি। তিনি বলেন, যারা এই কাজ করছেন, তারা তা বলতে পারবেন।