আসানসোলে পথ দুর্ঘটনা মৃত রানিগঞ্জের দুই যুবক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর থানার ১৯ নং জাতীয় সড়কে কালিপাহাড়ি মোড়ে আবারও পথ দুর্ঘটনা ঘটলো। শুক্রবার দুপুরের এই ঘটনাটি ঘটেছে। পেছনের দিক থেকে বেপরোয়া ভাবে আসা একটি গাড়ি সামনের দিকে একটি মোটরবাইকে ধাক্কা মারে। তাতে বাইক চালক ও আরোহী সহ দুই যুবকের মৃত্যু হয়। মৃতরা হলো রানিগঞ্জ থানার আসানসোল পুরনিগমের ৩৫ নং ওয়ার্ডের আলিনগরের মহঃ কাইজার খান (৩৫) ও রনাই বোম্বে কলোনির মহঃ মিরাজ খান (৪০)। পুলিশ সূত্রে জানা গেছে , রানিগঞ্জের বাসিন্দা এই দুই যুবক মহঃ কাইজার খান ও মহঃ মিরাজ খান সম্পর্কে আত্মীয়।




তারা এদিন সকালে পাসপোর্টের জন্য আসানসোলে এসেছিলেন। সেই কাজ শেষ করে তারা দুপুরে বাইকে আসানসোল থেকে রানিগঞ্জে ফিরছিলেন। সেই সময় তাদের বাইকে দ্রুতগতিতে বেপরোয়া ভাবে আসা একটি চারচাকা গাড়ি মারে। সেই ধাক্কায় দুই যুবকই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। খবর পেয়ে আসানসোল উত্তর ট্রাফিক গার্ড পুলিশ এলাকায় আসে। দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে রানিগঞ্জ থেকে তাদের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা জেলা হাসপাতালে আসেন।
এদিকে এই ঘটনার পরে কালিপাহাড়ি এলাকার মানুষেরা ক্ষোভে ফেটে পড়েন। তারা বলেন, মাত্র দুই দিন আগে ডামরার এক যুবক ও তার দুই সঙ্গী এই কালিপাহাড়িতে দুর্ঘটনায় পড়েন। তার মধ্যে একজনের মৃত্যু হয়। এদিন আবার দুই যুবকের মৃত্যু হলো। তারা এলাকায় যান চলাচলে আরো নিয়ন্ত্রণের দাবি জানান। তারা বলেন, এখানে চারদিক থেকে যানবাহন আসে। কিন্তু এখানে কোনও স্পিড ব্রেকার নেই এবং যান চলাচলও ঠিকমতো নিয়ন্ত্রণ করা হয় না। তারা এখানে স্পিড ব্রেকার এবং সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানান। পুলিশ জানায়, মৃত্যু হওয়া দুই যুবকের মাথায় হেলমেট ছিলোনা। তাদের