ASANSOL

আসানসোল পৌর নির্বাচন তৃণমূল প্রচার শুরু করল , সম্ভাব্য প্রার্থীদের ওপর নজর

বেঙ্গল মিরর, আসানসোল, দীপ সেন: আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন ঘোষণা করা হয়েছে। আজ থেকে মনোয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। টিকিটের জন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে তোলপাড় চলছে। একই সঙ্গে প্রার্থী ঘোষণা না হলেও প্রচার শুরু করেছেন তৃণমূল কর্মীরা। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রাক্তন অনেক কাউন্সিলরের টিকিট কাটা হতে পারে। একই সঙ্গে সংরক্ষিত তালিকার কারণে অনেক নেতার ওয়ার্ড রদবদল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

তৃণমূল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্ভাব্য তালিকায় অনেক হেভিওয়েটের নামও রয়েছে। টিএমসি আজ প্রার্থীদের তালিকাও প্রকাশ করতে পারে। নতুন এবং তরুণ ও পরিচ্ছন্ন মুখের প্রস্তাব দিয়েছে টিম পিকে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় যে মুখগুলির দিকে মানুষের নজর থাকবে তাদের মধ্যে রয়েছেন তাপস ব্যানার্জি, অভিজিৎ ঘটক, অমরনাথ চ্যাটার্জি,, ডক্টর অমিতাভ বসু, উজ্জ্বল চ্যাটার্জি, মীর হাসিম, ওয়াসিম-উল-হক, সিকে রেশমা, গুলাম সরওয়ার, লক্ষণ ঠাকুর, ইন্দ্রানী মিশ্র, মানিক মালাকার, আকাশ মুখার্জি, ববিতা দাস, দিব্যেন্দু ভগত, সোহরাব আলী, নার্গিস বেগম, কাহকাশা রিয়াজ, ফানাসবী আলিয়া, শাকিল আহমেদ, শামা নাজ প্রমুখ। এখন দেখার বিষয় তৃণমূল এই সব প্রার্থী দেয় কি না।

এক নজরে আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন
মোট ওয়ার্ডঃ ১০৬টি
মোট ভোট কেন্দ্রঃ ৪৮০টি
মোট পোলিং বুথ: ১০২০
মোট ভোটারঃ ৯,৪২,০৮৮ জন

মনোনয়ন প্রক্রিয়া: ২৮ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি

মনোনয়নপত্র যাচাই-বাছাই: ৪ জানুয়ারি

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন: ৬ জানুয়ারি

ভোট: ২২ জানুয়ারি, পুনঃভোট: ২৪ জানুয়ারি (যদি প্রয়োজন হয়),

ভোট গণনা: ২৫ জানুয়ারি

Leave a Reply