আসানসোলে জিটি রোডে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতি দৌরাত্ম, আটা ব্যবসায়ীর কর্মীদের কাছ থেকে লুঠ ১১ লক্ষ টাকা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রকাশ্য দিবালোকে আসানসোল শহরের জিটি রোডে অস্ত্র হাতে দুষ্কৃতি দৌরাত্ম! দুষ্কৃতীরা দিনের বেলায় জিটি রোডে এক ব্যবসায়ীর কর্মীদের কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালিয়ে গেছে। শনিবার বিকেলে আসানসোল দক্ষিণ থানার পিপির অন্তর্গত জিটি রোডের ফতেপুরে এই ঘটনাটি ঘটেছে। জিটি রোডে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নেমেছে। বেশ কিছু দিন পরে আসানসোল শহরে এমন একটি অপরাধের ঘটনা ঘটল।













পুলিশ সূত্রে জানা গেছে, কুলটি নিয়ামতপুরের আটা ব্যবসায়ী রাকেশ জুলানিয়ার কর্মীরা টাকা কালেকশন করে ফিরে যাচ্ছিলেন। এমন সময় অস্ত্রধারী দুষ্কৃতীরা জিটি রোডের ফতেপুরে তাদেরকে আটকায় ও টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। জানা গেছে, ব্যাগে প্রায় ১১ লক্ষ টাকা ছিল। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানা পিপির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঐ ব্যবসায়ীর কর্মীদের সঙ্গে কথা বলে, ঠিক কি ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করে। ঘটনারে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ।


