সিআইডির নোটিশ দেওয়া হল জামুরিয়ার জয়ন্ত মণ্ডল ওরফে সুমিতকে
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : দীর্ঘদিন ধামাচাপার পর এবার আবার নতুনভাবে সিআইডির নোটিশ দেওয়া হল জামুরিয়ার তফসি এলাকার বাসিন্দা জয়ন্ত মণ্ডল ওরফে সুমিতকে। আর সেই নোটিশ পৌঁছতেই চাঞ্চল্য ছড়ালো জামুড়িয়ায়। জানা গেছে 2022 সালে জামুরিয়া তফসি এলাকায় অবস্থিত কুস্তুরিয়া কোলিয়ারির কাছেই তার আবাসনের সামনে একটি গাড়ির মধ্যে থেকে প্রায় ২ কোটি ৪৫ লক্ষ টাকা পাওয়া যায়, যা তার ডিকির মধ্যে থাকা একটি ব্যাগে রাখা ছিল।




সেই বিষয়ে সামনে আসতেই সেই সময় জামুড়িয়া থানার পুলিশ পরবর্তীতে সিআইডি আর এর কিছুদিন পরই ইসিএল এর ভিজিলের ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে মামলা দায়ের করে। এবার সেই মামলার তদন্তে নেমে অনুসন্ধান করতে দেখা গেল সিআইডিকে। জানা গেছে জয়ন্ত গত শুক্রবার সিআইডির দুর্গাপুরের দপ্তরে হাজিরা দিতে যান। আর তারই মধ্যে এবার নুতন করে ওই বিশাল পরিমাণ টাকা কিভাবে এই জয়ন্তর কাছে পৌঁছোলো, কি বা তাদের উদ্দেশ্য ছিল, সে সকল জানার জন্য ময়দানে নামছে তারা বলেই জানা গেছে।
প্রাথমিকভাবে জানা যায় পূর্বে কয়লা অঞ্চলের বিভিন্ন অংশে কয়লার কারবারের জন্য, কয়লা সরবরাহের ক্ষেত্রে বরাত পাওয়ার জন্য, এই বিশাল পরিমাণ টাকা সেখানে জড়ো করেছিল বলেই অনুমান, তবে সেই টাকা কার, কারাই বা সেই টাকা কি উদ্দেশ্যে সেখানে রেখেছিল, সে সকল বিষয়ে সন্ধিহান সকলে। সেই খোজ পূর্বে সিআইডি চালালেও তা এখনো সম্পূর্ণ না হওয়ায় এবার কি সেই কেস আবার নতুন করে সিআইডি খতিয়ে দেখতে ময়দানে নামলো। তা নিয়েই উঠেছে প্রশ্ন।
উল্লেখ্য ইতিমধ্যেই এই ঘটনায় গত ২-৭-২০২২ সালে কয়লা চুরি, কয়লা পাচার সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ দায়ের হয়, তারপরে এবার নতুন ভাবে সেই ঘটনা আবারও সামনে আসছে, যা অনেক রহস্যের কিনারা করবে বলেই অনুমান। এই ঘটনায় কোন প্রভাবশালীর হাত রয়েছে কিনা কোন বড় রথি-মহারথী তাদের সঙ্গে যুক্ত কিনা সে সকল বিষয়গুলিও খতিয়ে দেখছে সিআইডি টিম বলেই জানা গেছে।