আসানসোলে জুনিয়র স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় ফুটবল প্রতিযোগিতা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের এসবি গড়াই রোডের রামসায়ের ময়দানে শনিবার থেকে শুরু হলো সৌরভ রায়, সোমনাথ দে ও কৃষ্ণ দে মেমোরিয়াল চ্যালেঞ্জ ট্রফি। জুনিয়র স্পোর্টিং ক্লাব এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে ।এদিন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদয় রায়, প্রাক্তন ফুটবলার সহ জুনিয়র স্পোর্টিং ক্লাবের সদস্যরা।




জুনিয়র স্পোর্টিং ক্লাবের উত্তম দাঁ বলেন, এই প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করছে। এর মূল উদ্দেশ্য হল নতুন প্রজন্মকে খেলার মাঠের দিকে ফিরিয়ে আনা। তিনি বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় তরুণ প্রজন্ম মাঠ থেকে দূরে সরে যাচ্ছে। পশ্চিমবঙ্গে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের ফুটবল ও মাঠের সঙ্গে নতুন করে যুক্ত করার প্রয়াস চলছে। তিনি আশাবাদী যে, এই প্রতিযোগিতা আসানসোলে ফুটবলের প্রতিভা বিকাশে সহায়ক হবে। এর পাশাপাশি প্রমাণ করবে যে এই অঞ্চলে খেলাধুলায় প্রতিভার কোনো অভাব নেই। শুধু প্রয়োজন তাদের সঠিক সুযোগ দেওয়ার।