BARABANI-SALANPUR-CHITTARANJAN

মিট ইওর অফিসার” কর্মসূচিতে সালানপুর থানায়
উপস্থিত ডিসিপি পশ্চিম

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শনিবার জনসংযোগের ক্ষেত্রে এক নতুন মাত্রা আনতে “মিট ইওর অফিসার” নামের এক কর্মসূচি গ্রহণ করা হয় ৷ যেখানে সারা সপ্তাহের এক একদিনে এডিপিসির অন্তর্গত প্রতিটি থানায় একজন করে উচ্চ আধিকারিক উপস্থিত থাকবেন।সেই অফিসারের কাছেই স্থানীয় জনগণ তাদের অভাব অভিযোগগুলি তুলে ধরতে পারবেন সরাসরি ৷

এইদিনের কর্মসূচিতে সালানপুর থানায় উপস্থিত ছিলেন ডি.সি.পি(পশ্চিম) অভিষেক মোদী৷তিনি বলেন, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনাটের পক্ষ থেকে এই উদ্যোগ প্রথমবার গ্রহণ করা হলেও,আগামী দিনে সাময়িক বিরতিতে এই কর্মসূচিটি চলতে থাকবে।পাশাপাশি কর্মসূচিটি আগাম আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনাটের ওয়েব পোটালে প্রকাশ করা হবে।তাছাড়া এইদিন ডিসিপি(পশ্চিম) অভিষেক মোদি রূপনারায়ানপুর ফাঁড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন।সেখানে সাধারণ মানুষের অসুবিধার কথা শুনেন।

তিনি জানান পুলিশ কমিশনাটের উদ্যোগে প্রতিটি থানায় মিট ইওর অফিসার কর্মসূচি করা হচ্ছে।অনেক মানুষ রয়েছেন যারা আসানসোল বা কুলটিতে আমাদের অফিসে আসতে পারেন না।তাদের সুবিধার কথা মাথায় রেখে আমরাই ওদের কাছে যাচ্ছি ও তাদের অভিযোগ গুলি শুনছি।তাছাড়া এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ.সি.পি কুলটি সুকান্ত ব্যানার্জী সহ সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাতি,রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ মনজিৎ ধারা এবং কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জল সাহা সহ সমস্ত পুলিশ আধিকারিকরা।

Leave a Reply