তৃনমুল কাউন্সিলারের ভিডিও ভাইরালে বিতর্ক, পাল্টা বিজেপি বিধায়ক
বার্নপুর সেল আইএসপি : কাজ করতে আসা ভিন রাজ্যের কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার সেফটি ডিপার্টমেন্ট বা নিরাপত্তা বিভাগে হওয়া এক বৈঠকে আসানসোল পুরনিগমের এক তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রের বক্তব্য রাখা একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কাউন্সিলর অশোক রুদ্র সেল আইএসপির নিরাপত্তা বিভাগের অফিসে ঢুুকে অন্য রাজ্য থেকে কাজ করতে আসা হিন্দি ভাষী কর্মীদেরকে বেশ কিছু কথা বলছেন। যা দেখে, দাবি করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের তরফে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। গোটা বিষয়টি নিয়ে আসানসোল ও বার্নপুরের রাজনীতিতে শোরগোল পড়েছে।আসানসোল পুরনিগমের ৭৮ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলার অশোক রুদ্র নিজেই বলেছেন, আমি ও অন্য এক কাউন্সিলর গুরমিত সিংয়ের সাথে সেল আইএসপির সেফটি ডিপার্টমেন্টে গেছিলাম। আমি সেখানে স্পষ্টভাবে বলেছি যে এখানে যারা ইতিমধ্যেই কর্মরত আছেন বা কাজ করছেন তাদের কর্মসংস্থানের ক্ষতি করতে চাই না।




তবে যদি এই আধুনিকীকরণের কাজে সেল আইএসপি কতৃপক্ষ কাউকে নিয়োগ করতে হয়, তাহলে স্থানীয় যুবকদের অগ্রাধিকার দিতে হবে।তিনি বলেন, দেখা যাচ্ছে যে কাছাকাছি এলাকায় যোগ্য বেকার যুবক থাকা সত্ত্বেও, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, দিল্লি ইত্যাদি রাজ্যের যুবকদের এখানে কাজের জন্য ডাকা হচ্ছে। এটি সহ্য করা হবে না। তার পরামর্শ, স্থানীয় বেকার যুবক-যুবতীরা নিজেদের অধিকার বুঝে নিন। ভেঙে দিন সেই চিরাচরিত প্রথা। যার দ্বারা ঠিকাদারদের একাংশ ও সেল আইএসপির কিছু আধিকারিক নিজেদের পরিবারকে সুরক্ষিত রেখে আপনাদের ঠেলে দিচ্ছেন গভীর অন্ধকারে। সুযোগ বুঝে আবারো এরা বাইরের রাজ্যের বহিরাগত যুবকদের কাজের সুযোগ করে দিচ্ছে এখানে স্থানীয়দের বঞ্চিত করে।
তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্য নাকি বেকারত্ব নেই ! তাহলে যোগী বাবার (সিএম ইউ পি বা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ ) গোরক্ষপুর থেকে কেন বেকার যুবকদের বার্ণপুরে কাজের জন্য আসতে হচ্ছে ? অশোক রুদ্র বলেন, যদি কাছাকাছি এলাকায় কোনও কাজের জন্য যোগ্য প্রার্থী না পাওয়া যায়, তাহলে অবশ্যই বাইরে থেকে লোক এনে নিয়োগ করুন। তবে প্রথমে এখানকার যোগ্য যুবকদের চাকরি দিতে হবে। এর বিরুদ্ধে আগে থেকেই আন্দোলন শুরু হয়েছে। যদি সেল কর্তৃপক্ষ আমাদের দাবি না মানে, তাহলে আগামী সময়ে এই আন্দোলন আরও বৃহত্তর পরিসরে করা হবে।তার দাবি, আমার এই কাজের মধ্যে কোন ভুল নেই। বিজেপি শাসিত রাজ্যে কি হচ্ছে? গোটা দেশের মানুষেরা সব দেখছেন। বাংলা কথা বললে, বাংলাদেশী ও রোহিঙ্গা বলে অত্যাচার করা হচ্ছে। বাংলাদেশে জোর করে পাঠানো হচ্ছে। বিজেপির যদি, তাদের ভাষায় বিশ্বাস থাকে, তাহলে আমরা বাঙালি হয়ে তার অস্মিতা তো থাকবেই।
তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারের এই দাবি ও তার বক্তব্য রাখা ভিডিও প্রসঙ্গে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুর থেকে টাটা কোম্পানিকে তাড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস যে ভুল করেছিল, তা আবারও সেল আইএসপির সাথে করা হচ্ছে। তিনি বলেন, সিঙ্গুরের সময় রাজ্যের মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে যে পাপ করেছিলেন তার জন্য এখন খেসারত দিতে হচ্ছে। এখন সেল আইএসপির সাথে এমন কিছু ঘটতে দেওয়া হবে না। তিনি বলেন, তৃণমূল নেতারা আবারও এখানে থ্রেট বা হুমকি সংস্কৃতি আনার চেষ্টা করছেন। যা সহ্য করা হবে না। বিধায়ক বলেন, স্থানীয়ভাবে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও যদি বহিরাগতদের নিয়োগ করা হয়, তাহলে আমি সবার প্রথম প্রতিবাদ করতে যাবো। কিন্তু সেল আইএসপিতে কর্মরত কর্মীদের যদি হুমকি দেওয়া হয়, তাহলে তা সহ্য করা হবে না। তিনি স্পষ্টভাবে বলেন যে, বিজেপি সেল আইএসপিকে কোনভাবেই আরেকটি সিঙ্গুর হতে দেবে না।