রূপনারায়নপুরে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকা ও সোনার গয়না হাতিয়ে চম্পট
বেঙ্গল মিরর, কাজল মিত্র : বাড়িতে ছিলেন না কেউ। সেই সুযোগকেই কাজে লাগাল চোরের দল। বাড়িতে ঢুকে সর্বস্ব লুঠ করে চম্পট। চুরি গিয়েছে সোনার গয়না ও নগদ টাকা। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত রূপনারায়নপুর শান্তস্ত্রী পল্লী এক নম্বর রোডে।রবিবার পরিবারের লোকজন বাড়িতে ফিরলে বিষয়টি তাঁদের নজরে আসে। খবর দেওয়া হয় রুপনারায়ণপুর ফাঁড়িতে। তদন্ত শুরু করেছে পুলিশ।




পুলিশ সূত্রে খবর, রিটায়ার্ড কমান্ডেন্ট সতীশ চন্দ্র শর্মা ও তার স্ত্রী হৈমন্তী শর্মা সহ পুত্র অনুজ কুমার বেশ কয়েকদিন ধরে বাড়িতে ছিলেন না।পরিবার সহ সকলেই ২১ তারিখে অমরনাথ ঘুরতে গিয়েছিলেন তারা ফিরে আসেন ২৭ তারিখ সকালে।তারা রবিবার সকালে ফিরে এসে দেখেন মেন গেটের তালা ভাঙা। ঘরের প্রতিটি আলমারি ভাঙা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়েপড়ে রয়েছে জিনিসপত্র।১০ ভরি সোনার গয়না-সহ নগদ ১ লক্ষ আশি হাজার টাকা চুরি গিয়েছে বলে পরিবারের দাবি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল ও আলো না থাকায় চোরেরা নির্বিঘ্নে এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই রূপনারায়নপুর ফাঁড়িতে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন সতীশ চন্দ্র।তিনি জানান তারা সকলেই অমরনাথ ঘুরতে গিয়েছিলেন গত ২১ তারিখ আজকে সকালে বাড়িতে ফিরে এসে দেখেন বাড়িতে ঢোকার প্রধান দরজা ভাঙ্গা।এবং বাড়ির দুটি রুমের আলমারি ভাঙ্গা অবস্থায় সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ।চারপাশে এত বাড়িঘর থাকলেও কী ভাবে এত বড় চুরি হয়ে গেল তা বুঝতে পারছি না।ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ।