West Bengal

আর নয় ইতিহাসে পাতিহাঁস বুদ্ধি করে পড়লেই ভূতের রাজার বরে দারুন নম্বর : অর্পণ বন্দ্যোপাধ্যায়

সুপ্রিয় ছাত্র -ছাত্রী যাদের নবজীবনের দূত বললেও খুব একটা বেশি বলে ফেলা হবে না, আর 7 মাসের মাথায় তোমাদের মাধ্যমিক পরীক্ষা তার আগে রয়েছে pre test এবং test পরীক্ষা তাতে ইতিহাস বিষয়ে কিভাবে প্রস্তুতি নেবে সেই আলোচনাই করবো আমি তোমাদের বন্ধু মাস্টারমশাই অর্পণ স্যার, যেন আমি খুব অঙ্কে ভয় পেতাম সবাই বললো এবাবা ছেলে হয়ে সাইন্স না পড়লে জাত যাবে।মা গোঁশাঘরে খিল দিল কিন্ত আমার জেদ আমি ইতিহাস ই পড়বো অবশেষে তাই পড়লাম আজ তোমাদের মত আমার অনেক ছাত্রছাত্রী যাদের আমি উদ্বুদ্ধ করি ইতিহাস নিয়ে পড়ার জন্য ও গবেষণা করার জন্য সেরকমই যাতে তোমাদের ইতিহাস পরীক্ষা ভালো হয় তার জন্য রইলো কিছু বন্ধুত্বপূর্ন পরামর্শ কারণ তোমরা তো বড় হয়ে গেছো বেশি গুরুগম্ভীর তত্ব কথা তোমাদের মনে ধরবে না।

অর্পণ বন্দ্যোপাধ্যায় ( প্রধান শিক্ষক, ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুল )

প্রথমেই বলে রাখি, টেক্সট বই খুব খুঁটিয়ে ভালো করে পড়তে হবে, আগের তুলনায় প্রশ্নের ধরন কিছুটা পরিবর্তিত হয়েছে, সেদিকে যেন ছাত্রছাত্রীরা নজর রাখে। পরীক্ষার মাত্রই কয়েকদিন বাকি, এই সময়ের মধ্যে আলাদা করে সাজেশন-ভিত্তিক পড়ার কোনও প্রয়োজন নেই। তবে অবশ্যই টেস্ট পেপার ভালো করে খুঁটিয়ে দেখবে। তবে এর বাইরেও অনেক সময় কিছু প্রশ্ন আসে, তবে তা এক থেকে দুই শতাংশপর্ষদের নির্দেশিকা রয়েছে, সেই অনুযায়ী সমস্ত অধ্যায়ই ভালো করে পড়তে হবে। শেষ কয়েক বছরে একটা প্রবণতা দেখা যাচ্ছে, যে প্রশ্নগুলো আমরা চার নম্বরের মত করে তৈরি করছি, সেগুলো আট নম্বরে চলে আসছে। আবার যে প্রশ্নগুলো দুই নম্বরের মতো উত্তর তৈরি করে রাখছি, সেগুলো চার নম্বরে আসছে। ফলে সার্বিকভাবে প্রস্তুতির প্রয়োজন আছে। সবথেকে ভালো হয় গুরুত্বপূর্ণ প্রতিটা প্রশ্নের জন্যই একটা নোট বানিয়ে রাখা। তাহলে সমস্যায় পড়তে হবে না বলে আমি মনে করি। উত্তরপত্র তৈরি ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে এমসিকিউ বা এসএকিউয়ের উত্তর আগে দিয়ে নিতে হবে, কারণ পরে সময় নাও থাকতে পারে। তারপরে আমাদের বড় প্রশ্নে হাত দিতে হবে। অবশ্যই এ কথা ঠিক ইতিহাস লিখতে গেলে উত্তরগুলো একটু বড় আকারের হয় ফলে আমাদের একটু দ্রুততার সঙ্গে লিখতে হবে। খাতা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে।

প্রথমে শর্ট কোয়েশ্চেন করার পর দুই নম্বরের প্রশ্ন লেখার পরে আমরা আট নম্বরের প্রশ্নগুলি লিখব। বড় প্রশ্ন লেখার সময় সব সময় মাথায় রাখতে হবে মূল্যায়ন এবং শুরুর ইন্ট্রোডাকশন যেন প্রশ্নের সঙ্গে থাকে এবং পয়েন্টভিত্তিক উত্তর লেখার চেষ্টা করব আমরা। দাগ নম্বর অবশ্যই ঠিক হতে হবে। আমি বিশ্বাস করি “Every child is special in the education systwm” and each and every student can create a miracle. তাই সকলের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, তোমাদের আগামী দিনের চলার পথ সুন্দর হোক এই প্রার্থনাই করি। বিশেষ ভাবে ঝালিয়ে নেওয়ার জন্য একটি তালিকা ছাত্র -ছাত্রীদের জন্য দিলাম আশা করি তোমাদের উপকার হবে।ভালো থেকো মনে রাখবে মুক্ত মনে জ্ঞান গ্রহণ করাই শিক্ষালাভের প্রথম শর্ত। “সদা থাকো আনন্দে “

প্রথম অধ্যায়: (পূর্ণমান-৪)(১) আধুনিক ভারতের ইতিহাস রচনায় ‘জীবন স্মৃতি’র গুরুত্ব আলোচনা করো।(২) ঐতিহাসিক উপাদান হিসেবে ‘সত্তর বৎসর’ -এর গুরুত্ব কী?(৩) সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী ‘জীবনের ঝরাপাতা’ ইতিহাস চর্চার ক্ষেত্রে কতখানি সহায়ক হয়েছে?(৪) আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা কর।(৫) আধুনিককালে নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখ।(৬) সাম্প্রতিক কালে নতুন সামাজিক ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা কর।(৭) আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা কর।(৮) ইন্দিরাকে লেখা জহরলাল নেহেরুর চিঠি থেকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায়?(৯) ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ?(১০) বর্তমান কালে পরিবেশের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা কর।(পূর্ণমান-৮)মনে রাখবে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে পূর্ণমান-৮ নাম্বারের কোনো প্রশ্ন থাকে না।

দ্বিতীয় অধ্যায়: (পূর্ণমান-৪)(১) হুতোমপ্যাচার নক্সা গ্রন্থে সমকালীন সমাজ-সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখ।(২) শ্রীরামকৃষ্ণের ‘সর্বধর্ম সমন্বয় -এর আদর্শ ব্যাখ্যা কর।(৩) নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা কর।(৪) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে উনিশ শতকের বাংলাদেশের কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়?(৫) পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান লেখ।(৬) উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো।(৭) দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়?(৮) গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা থেকে উনিশ শতকের বাংলার কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়?(৯) এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিক্যাল কলেজের কীরূপ ভূমিকা ছিল?(১০) উডের ডেসপ্যাচ সম্পর্কে কি জান?(১১) নারী শিক্ষার বিস্তারে বেথুন সাহেবের ভূমিকা কি ছিল?(১২) নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে কি জান?(১৩) ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে মেকলে মিনিটের ভূমিকা কি ছিল?(১৪) উনিশ শতকে বাংলায় নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্তদেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন?(১৫) মধুসূদন গুপ্ত সম্পর্কে কি জান?(১৬) উনিশ শতকের বাংলায় নারীসমাজের বিকাশে ‘বামাবোধিনী পত্রিকা’র ভূমিকা বিশ্লেষণ করো।(১৭) ধর্মসংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো।

(পূর্ণমান-৮)(১) শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর।(২) সমাজ ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা কর।(৩) উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কীরূপ ভূমিকা ছিল?(৪) নবজাগরণ বলতে কী বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী?(৫) বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন?তৃতীয় অধ্যায়: (পূর্ণমান-৪)(১) চুয়াড় বিদ্রোহ সম্পর্কে টীকা লেখ। অথবা, চুয়াড় বিদ্রোহের কারন, বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা কর।(২) ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল?(৩) নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা আলোচনা কর।(৪) ঔপনিবেশিক ভারতে সংঘটিত কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণগুলি আলোচনা কর।(৫) টীকা লেখ কোল বিদ্রোহ।(৬) বাংলায় ওয়াহাবি আন্দোলনের পরিচয় দাও। অথবা, বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমীরের ভূমিকা আলোচনা কর। অথবা, বারাসাত আন্দোলনের উপর একটি টীকা লেখ।(৭) ফরাজি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি আলোচনা কর।(পূর্ণমান-৮)(১) নীল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা, নীল বিদ্রোহের কারণ, ফলাফল, গুরুত্ব (তাৎপর্য) ও বৈশিষ্ট্য গুলি আলোচনা কর।(২) সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জান লেখ। অথবা, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর।

চতুর্থ অধ্যায়: (পূর্ণমান-৪)(১) 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় কেন?(২) 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম’ বলার কারন কী?(৩) গোরা উপন্যাসটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?(৪) 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল? অথবা, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় কেন সমর্থন করেননি?(৫) আনন্দমঠ উপন্যাসটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?(৬) গগেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ব্যঙ্গচিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।(৭) ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যকলাপ আলোচনা কর।(৮) মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি?(৯) স্বামী বিবেকানন্দের ‘বর্তমান ভারত’ ভারতের জাতীয়তাবাদের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ?(১০) বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?(১১) টীকা লেখ মহারানীর ঘোষণাপত্র।(১২) জমিদার সভা সম্পর্কে কি জান?(১৩) জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা কি ছিল?(১৪) মহাবিদ্রোহ (১৮৫৭) কে কী ‘সামন্ততান্ত্রিক বিদ্রোহ’ বলা যেতে পারে?(১৫) উনিশ শতকের জাতীয়তাবাদের বিকাশে ‘ভারতমাতা’ চিত্রটির অবদান কী ছিল?(পূর্ণমান-৮)(১) মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ কর।

পঞ্চম অধ্যায়: (পূর্ণমান-৪) (১) টীকা লেখ জাতীয় শিক্ষা পরিষদ। অথবা, জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।(২) ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল?(৩) ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ কর।(৪) বাংলায় কারিগরি শিল্পের বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা BTI এর ভূমিকা আলোচনা কর।(৫) বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।(৬) রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।(৭) রবীন্দ্রনাথ কিভাবে উপনিবেশিক শিক্ষা নীতির সমালোচনা করেছিলেন?(৮) বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো।(৯) বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কি ছিল?(১০) শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে অগ্ৰণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়?(১১) বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান কি ছিল?(১২) বাংলায় ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা কি ছিল?পূর্ণমান-৮)(১) বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজ ও বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা কর।(২) বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও।

ষষ্ঠ অধ্যায়: (পূর্ণমান-৪)(১) আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও।(২) মানবেন্দ্র রায় ওরফে এম. এন রায় কি জন্য বিখ্যাত?(৩) টীকা লেখ তেভাগা আন্দোলন।(৪) সারা ভারত কিষান সভা সম্পর্কে আলোচনা করো।(৫) বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল?(৬) টীকা লেখ বারদৌলি সত্যাগ্রহ।(৭) টীকা লেখ মিরাট ষড়যন্ত্র মামলা।(৮) টীকা লেখ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি।(৯) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণির ভূমিকা কীরূপ ছিল?(১০) কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল?(১১) একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও।

(পূর্ণমান-৮)(১) ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের বর্ণনা দাও।(২) অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলন গুলির পরিচয় দাও।(৩) বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখ।(৪) আইন অমান্য আন্দোলনের সময় ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখ।

সপ্তম অধ্যায়: (পূর্ণমান-৪)(১) টীকা লেখ লাহোর ষড়যন্ত্র মামলা / আলিপুর বোমার মামলা / রশিদ আলি দিবস।(২) দলিত অধিকার বিষয় নিয়ে গান্ধীজি-আম্বেদকরের বিতর্ক আলোচনা কর।(৩) পুনা চুক্তির প্রেক্ষাপট কি ছিল?(৪) অলিন্দ যুদ্ধ সম্পর্কে কি জান?(৫) মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন?(৬) বিপ্লবী আন্দোলনে লীলা নাগের অবদান / বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্তের অবদান / বিপ্লবী আন্দোলনে মাতঙ্গিনী হাজরার অবদান কি ছিল?(৭) বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরাম বসুর অবদান / বিপ্লবী আন্দোলনে প্রফুল্ল চাকীর অবদান / বিপ্লবী আন্দোলনে ভগৎ সিং এর অবদান কি ছিল?(৮) সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো।(৯) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো।

(পূর্ণমান-৮)(১) সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ কর।(২) সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা কর।(৩) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীসমাজ কিভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল?(৪) বাংলায় নমঃশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

অষ্টম অধ্যায়: (পূর্ণমান-৪)(১) ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল?(২) হায়দ্রাবাদ সমস্যা সম্পর্কে কি জান?(৩) দেশবিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে টীকা লেখ।(৪) উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে?(৫) কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়?(৬) স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল?(৭) জুনাগড় কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়?(৮) ভাষাভিত্তিক রাজ্য গঠনের অন্ধ্রপ্রদেশকে নিয়ে কি সমস্যা হয়েছিল?(৯) আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ বিষয়টি সংক্ষেপে আলোচনা কর।(১০) রাজ্য পুনর্গঠন কমিশন সম্পর্কে কি জান।(১১) উদ্বাস্তু সমস্যা বলতে কি বোঝ? এই সমস্যা সমাধানে নেহেরু লিয়াকাত চুক্তির কি ভূমিকা ছিল?(পূর্ণমান-৮)মনে রাখবে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অষ্টম অধ্যায় থেকে পূর্ণমান-৮ নাম্বারের কোনো প্রশ্ন থাকে না।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *