ASANSOL

আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে আবারও ধস, গর্তে এলাকায় চাঞ্চল্য, যান চলাচলে নিয়ন্ত্রণ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ৮ দিনের মধ্যে দ্বিতীয় ঘটনা। আসানসোল উত্তর থানার চন্দ্রচূড় মন্দিরের কাছে ১৯ নং জাতীয় সড়কে ধসের ঘটনার রেশ এখনও ম্লান হয়নি। মঙ্গলবার সকালে আবারও আসানসোলের এথোডা মোডের কাছে ১৯ নং জাতীয় সড়কে ধসের ঘটনা ঘটলো। এই ধসে ধানবাদ – কলকাতা লেনে একটি বড় গর্ত তৈরি হয়েছে। যে কারণে আশেপাশের এলাকার লোকেরা আতঙ্কিত হয়ে পড়েন। ঐ লেনে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ধসের এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ১৯ নং জাতীয় সড়ক অথরিটি কর্তৃপক্ষ, পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ১৯ নং জাতীয় সড়ক অথরিটির আধিকারিক ও কর্মীরা এলাকা পরিদর্শন করেন। এই বিষয়ে ১৯ নং জাতীয় সড়ক অথরিটি কর্তৃপক্ষের এক আধিকারিক বলেন, এই এলাকার নীচে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ইসিএলের কয়লা খনি ছিল, সেগুলি মনে হচ্ছে সঠিকভাবে ভরাট করা হয়নি। যে কারণে বারবার এই ধরণের ঘটনা ঘটছে।

তিনি আরো বলেন, এই এলাকায় কেন বারবার এই ধরণের ঘটনা ঘটছে তা অবশ্যই উদ্বেগের বিষয়। কে এই ঘটনা বারবার ঘটছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, এদিন সকালে এথোড়া মোড়ে ১৯ নং জাতীয় সড়কে আবারও ধসের ঘটনা ঘটেছে। ১৯ নং জাতীয় সড়ক অথরিটির আধিকারিকরা এলাকায় গেছেন। ঐ জায়গা দিয়ে পিএইচই বা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন গেছে। সেই পাইপলাইনে কোন ফাটল ধরেছে কিনা, তা পিএইচইর ইঞ্জিনিয়ার এদিনই খতিয়ে দেখতে বলা হয়েছে। যদি, কিছু পাওয়া যায়, তাহলে তাদেরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বারবার, কেন ১৯ নং জাতীয় সড়কে ধসের ঘটনা ঘটছে? এই প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম ১৯ নং জাতীয় সড়ক অথরিটিকে এই বিষয়টি তদন্ত করে দেখতে বলেছেন। প্রসঙ্গতঃ, গত ২০ জুলাই সকালে আসানসোলের চন্দ্রচূড় মন্দিরের কাছে ধসের ঘটনা ঘটেছিলো। তাতে একইভাবে ১৯ নং জাতীয় সড়কের আসানসোল – ধানবাদ লেনে বিশালাকার গর্ত তৈরি হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *