আসানসোলে পার্কিং নিয়ে বিবাদ, যুবককে মারধরে অভিযুক্ত ব্যাঙ্কের ম্যানেজার ও কর্মীরা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের কোর্ট মোড সংলগ্ন বার্নপুর রোডে একটি বেসরকারি হাসপাতালের সামনে গাড়ি পার্কিং করা নিয়ে মঙ্গলবার গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে বিবাদ শুরু হয় ও পরে এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে হাসপাতাল লাগোয়া একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার ও কর্মীদের বিরুদ্ধে। খবর পেয়ে আসানসোল পুরনিগমের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ববিতা দাস ঘটনাস্থলে পৌঁছান। আসে হিরাপুর থানার পুলিশও।




কাউন্সিলার অভিযোগ করে বলেন যে, আমার সংগঠনের একজন কর্মী তার এক আত্মীয়ার সাথে কোর্ট মোডের এই বেসরকারি হাসপাতালে এসেছিলেন। তিনি তার চার চাকার গাড়িটি হাসপাতালের সামনে পার্ক করেছিলেন। কিন্তু তখন কাছের একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার এবং তার কর্মীরা এসে সে কেন এখানে গাড়ি রেখেছে, তা জানতে চেয়ে তাকপ বেধড়ক মারধর করেন। এই মারধরের ফলে ঐ যুবক গুরুতর আহত হন।
ববিতা দাস বলেন যে ঘটনাটি পার্কিং নিয়ে বিবাদের জন্য হয়েছে। এর পরে বেসরকারি ব্যাংকের ম্যানেজার ও কর্মীরা যুবককে নির্মমভাবে মারধর করেন। আহত যুবককে ঐ বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। পরে ঐ আহত যুবক বলেন, গাড়ি পার্কিং করা নিয়ে আমাকে ঐ ব্যাঙ্কের ম্যানেজার ও কর্মীরা মেরেছে।
এই ঘটনা নিয়ে অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
হিরাপুর থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, গাড়ি পার্কিং করা নিয়ে বিবাদ হয়েছে।