ASANSOL

আসানসোলে সরকারি বাসে আমের পেটিতে জাল নোট সহ গ্রেফতার এক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* উত্তরবঙ্গের মালদা থেকে দক্ষিণবঙ্গের আসানসোলে একটি সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের চেষ্টা। এই ঘটনায় হাতেনাতে ধরা পড়েছে এক পাচারকারী। গ্রেফতার হওয়া পাচারকারী রাজেন্দ্র প্রসাদ পুরুলিয়ার পারবেলিয়ার নিতুরিয়ার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে আসানসোল উত্তর থানার ১৯ নং জাতীয় সড়কের জুবিলি মোড়ের কাছে আসানসোল এসবিএসটিসি বা সাউথ বেঙ্গল স্টেট টান্সপোর্ট কর্পোরেশনের বাস ডিপোতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফেট হাতে গ্রেফতার হয় এই পাচারকারী। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২ লক্ষ টাকার জাল নোট।

এই ঘটনায় জড়িত অন্যান্য দের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফের একটি দল যাত্রী সেজে শিলিগুড়ি থেকে বুধবার রাতে আসানসোলগামী বাসে উঠেছিলো। মালদার কালিয়াচক থেকে আমের পেটিতে লুকিয়ে জাল নোট পাচারের পরিকল্পনা করেছিল পাচারকারীরা। বৃহস্পতিবার সকালে বাসটি আসানসোল বাস ডিপোতে পৌঁছতেই এসটিএফের কর্মীরা তৎপর হয়ে উঠে।। আমের পেটি নিতে আসা ব্যক্তিকে অনুসরণ করেন তারা। আমের পেটি হাতে নিতেই তাকে ধরে তল্লাশি করতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ জাল নোট। এই নোটগুলোর মধ্যে বেশিরভাগই ৫০০ টাকার বলে জানা গেছে।

ধৃত ব্যক্তিকে আসানসোল উত্তর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।এসটিএফ সূত্রে জানা গেছে, এই জাল নোট পাচার চক্রে আরও কারা জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এই চক্রটি বাংলাদেশ সীমান্তবর্তী মালদা থেকে জাল নোট সংগ্রহ করে রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল।এই ঘটনায় আসানসোল উত্তর থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই জাল নোট পাচার চক্রের মূল পান্ডা এবং বাকি সদস্যদের সন্ধান করছে পুলিশ। তদন্তকারীদের মতে, এই জাল টাকা উদ্ধারের ঘটনা রাজ্যে জাল নোটের কারবারীদের কাছ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে। খুঁজে বার করা সম্ভব হবে বাকি পাচারকারীদেরকেও। তারজন্য ধৃতকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নিতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *