DURGAPUR

দুর্গাপুরে SRMB কারখানায় বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক, উত্তেজনা

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ একটি বেসরকারি ইস্পাত কারখানায় কুলিং লাইনে ব্লাস্টিং বা বিস্ফোরণের ঘটনা ঘটলো । বিশাল ও ভয়ঙ্কর শব্দ সহ বিস্ফোরণ হয় । কারখানা লাগোয়া বস্তিতে আগুনের হলকা ও ছাই উড়ে যায় । বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের সগড়ভাঙা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেসরকারি সুত্রে জানা গেছে, এই ঘটনায় দুজন আহত হয়েছেন । তবে কারখানা কতৃপক্ষের তরফে এই ঘটনা নিয়ে কোন প্রতিক্রিয়া মেলে নি ।


দুর্গাপুরের সগড়ভাঙার এই বেসরকারি কারখানা লাগোয়া স্থানীয় বস্তির বাসিন্দা মহিলাদের কথায় জানা গেছে, বিশাল শব্দে বিস্ফোরণ হয় । তাতে উড়ে যায় কুলিং লাইনের পাইপ । ছাই ও আগুনের হল্কা উড়ে যায় পাশের জনবসতি পুর্ণ বস্তিতে । স্থানীয় বাসিন্দাদের কথায় এরকম যদি বেশি রাতে হতো তবে প্রাণহানিও ঘটতে পারতো । স্থানীয় বাসিন্দাদের কথায়, এই কারখানা মালিক পক্ষ বারবার অবহেলা করে বলেই এমন দুর্ঘটনা ঘটেছে । তৃণমুল নেতা স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, এই কারখানা মালিক কোনকিছুরই গুরুত্ব দেন না। জনবহুল বস্তির বাসিন্দাদের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই । কিন্তু এমন ঘটনা তারা আর সহ্য করবেন না বলে, এদিন এই তৃনমুল কংগ্রেসের নেতা জানিয়েছেন ।


সিটু নেতা নিত্যহরি দত্ত বলেন, ইন্ডাক্স ফার্নেসকে ঠান্ডা করার জন্য কুলিং লাইনে ফেটেছে। কিন্তু এমন বড় কিছু নয় । এই সিটু নেতার কথায়, তৃণমুল চালাকি করে এই ফার্নেস করেছে। যা রেড ক্যাটাগরির। তার কারন লোকালয়ে এটা সম্ভব নয় । এ নিয়ে সিটু আন্দোলন করবেন ।
সিটু সম্পাদক সিদ্ধার্থ বসু বলেন, তৃণমুল কংগ্রেসের জমানায় সবই সম্ভব হচ্ছে। এর ফলে ভুগছেন সাধারন মানুষ আর শ্রমিকেরা।
এই ঘটনার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কারখানা চত্বরে আসে বিশাল পুলিশ বাহিনী । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *