পাচার করার সন্দেহে মারধর, গরু ভর্তি পিকআপ ভ্যান আটকালো বিজেপি যুব মোর্চা
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পিকআপ ভ্যানে করে গরু পাচার আটকালো দুর্গাপুরের বিজেপির যুব মোর্চার সদস্যরা। পাচারকারী সন্দেহে পিকআপ ভ্যানের চালক, খালাসি সহ চারজনকে ধরে মারধর করা হয়েছে। তারপর তাদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় বলে জানা গেছে। বৃহস্পতিবার দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত ডিপিএল কলোনির গ্যামন ব্রিজের কাছে একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে যাওয়া হচ্ছিলো। তখন সেখানে গরু বোঝাই গাড়িটিকে আটকে দেন বিজেপির যুব মোর্চার সদস্যরা। জানা গেছে, ঐ পিকআপ ভ্যানে যারা ছিলেন তাদের কাছে কোন বৈধ নথি পাওয়া যায়নি। ২২ টি গরু বাঁকুড়ার হাট আশুরিয়া থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে আসা হচ্ছিলো।




যুব মোর্চার সদস্যদের অভিযোগ, এই গরুগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিলো। কারন গরুগুলোর কোন বৈধ কাগজ নেই। গরু ভর্তি পিকআপ ভ্যান আটকানোর পরেই, চালক, খালাসি ও গাড়িতে থাকা দুজনকে নামিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখেন যুব মোর্চার সদস্যরা। কোক ওভেন থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ এসে গোটা পরিস্থিতি সামাল দেয়। গরুগুলো নিয়ে যাওয়ার কোন বৈধ কাগজ রয়েছে কি না তা খতিয়ে দেখে পুলিশ বলে জানা গেছে ।