গরু বোঝাই গাড়ি আটকানোর অভিযোগ দায়ের দুর্গাপুরের থানায়, বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূলের জেলা সভাপতি
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ গরুর গাড়ি আটকে হাতে দড়ি বেঁধে গাড়িতে থাকা বেশ কয়েকজনক মার। তারপরেই কান ধরে অত্যাচারের অভিযোগ বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সহ বেশ কিছু কর্মী ও সমর্থকের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।




বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়া জেলার বড়জোড়ার হাট আশুরিয়া এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে দামোদর ব্যারেজ হয়ে দুর্গাপুরে ঢুকেছিল একটি গরু বোঝাই গাড়ি। তারপরে সেই গাড়ির দুর্গাপুরের গ্যামন ব্রিজ হয়ে জেমুয়া এলাকায় যাওয়ার কথা। তখনই গ্যামন ব্রিজ এলাকায় দুর্গাপুরের বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে বেশ কিছু বিজেপি ও কর্মী সমর্থকেরা ঐ গরু বোঝায় গাড়িটি আটকায়। গাড়ির চালককে ঘাড় ধরে নামাতে দেখা যায় বিজেপির কর্মী ও সমর্থকদের। এরপরে গাড়িতে থাকা বেশ খালাি সহ কয়েকজনকে লাঠিপেটা করতে দেখা যায়। হাতে দড়ি বেঁধে মারধর করা হয় । এমনকি কান ধরে অত্যাচার করা হয়েছে বলে গাড়ির চালক সহ অন্যান্যরা জানিয়েছেন। এমনকি গরুর পায়ের বাঁধন খুলে গাড়ি থেকে নামাতে দেখা যায় । মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
পারিজাত গাঙ্গুলির অভিযোগ ,আমরা গরু বোঝাই গাড়ির চালক ও খালাসির কাছ থেকে গরুর বৈধ কাগজ দেখতে চাই। ওরা দেখাতে পারিনি। সেই জন্য আমরা প্রতিবাদ করেছি। এইভাবে গরু পাচার দিনের পর দিন ধরে চলেই যাচ্ছে। কিন্তু এর মাথা কে রয়েছে? সেটাই আমরা জানতে চাই।
পাল্টা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, হাট আশুড়িয়া হাট থেকে জেমুয়া এলাকার কিছু চাষী গরু নিয়ে আসছিলেন । কিন্তু তাদের গাড়ি থামিয়ে মারধর করে বেশ কিছু দুষ্কৃতি। প্রত্যক্ষ মদত ছিল বিজেপির। বাংলায় এরকম অত্যাচার কেন হবে? এইভাবে মারধোর কেন করা হবে? আমরা থানায় অভিযোগ করলাম। ২৪ ঘন্টার মধ্যে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের গ্রেফতারের দাবি করেছি। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে আবার আমরা থানায় আসব।স্বাভাবিক ভাবেই এই ঘটনা নিয়ে যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে পদ্ম শিবির। পুলিশ জানায়, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।